বিএসএফ-এর গুলিতে শোভাপুর সীমান্তে মৃত্যু বাংলাদেশি গরু পাচারকারীর
বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে যে পরিমাণ গরু পাচার হয়ে ভারতে আসে, তার থেকে অনেক বেশি গরু এদেশ থেকে পাচার হয়ে ওদেশে যায়।
নিজস্ব প্রতিবেদন : বিএসএফ-এর গুলিতে মৃত্যু গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের শোভাপুরে। মৃতের নাম মানারুল ইসলাম।
ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা শোভাপুর। এদিন ভোর রাতে সেই শোভাপুর সীমান্ত দিয়েই গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। তা চোখে পড়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের। সঙ্গে সঙ্গেই গুলি চালায় বিএসএফ। গুলিবিদ্ধ হয়ে মৃ্ত্যু হয় মানারুল ইসলাম নামে ওই পাচারকারীর। জানা গিয়েছে, মৃতের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মনাকষা গ্রামে। মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে গিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আরও পড়ুন, তৃণমূল কর্মীকে মারধরের পর কুপিয়ে খুনের চেষ্টা, কাঠগড়ায় বিজেপি
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার একটি বড় মাথাব্যথার কারণ। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে যে পরিমাণ গরু পাচার হয়ে ভারতে আসে, তার থেকে অনেক বেশি গরু এদেশ থেকে পাচার হয়ে ওদেশে যায়। পাচার রুখতে অনেক পদক্ষেপ করা হলেও, পুরোপুরি বন্ধ করা যায়নি গরু পাচার। পুরোপুরি গরু পাচার বন্ধ করা সম্ভব নয় বলেও মত বিএসএফ-এর কর্তাব্যক্তিদের।