শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক প্রাক্তন বিজেপি নেতার RTI-এর জবাবে ঝাড়গ্রাম পলিটেকনিক জানিয়ে দিয়েছে দিলীপ ঘোষ তাঁদের কলেজ থেকে পাস করেননি। যদিও নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা দিলীপ ঘোষ লেখেন তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেন।

Updated By: Apr 7, 2017, 08:10 PM IST
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ওয়েব ডেস্ক : শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক প্রাক্তন বিজেপি নেতার RTI-এর জবাবে ঝাড়গ্রাম পলিটেকনিক জানিয়ে দিয়েছে দিলীপ ঘোষ তাঁদের কলেজ থেকে পাস করেননি। যদিও নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামা দিলীপ ঘোষ লেখেন তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেন।

আরও পড়ুন- পুজোর নামে অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল বরদাস্ত করবে না সরকার, হুঁশিয়ারি মমতার

প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার। যিনি দিলীপ ঘোষের জমানাতেই পার্টি থেকে বহিষ্কৃত। ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজে একটি RTI করেন তিনি। জবাবে কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন ১৯৭৫ থেকে ১৯৯০ সালের মধ্যে ওই কলেজ থেকে দিলীপ ঘোষ পাস করেননি।

এদিকে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দিলীপ ঘোষ জানান, তিনি ঝাড়গ্রাম পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেছেন। যদিও দিলীপ ঘোষ জানিয়েছেন এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি।

.