Rampurhat Arson: রামপুরহাট কাণ্ডে CBI-এর হাতে ধৃত আরও ১

রামপুরহাট থেকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। 

Updated By: Apr 10, 2022, 04:21 PM IST
Rampurhat Arson: রামপুরহাট কাণ্ডে CBI-এর হাতে ধৃত আরও ১

নিজস্ব প্রতিবেদন: রামপুরহাট কাণ্ডে (Rampurhat Arson) সিবিআই (CBI)-এর হাতে গ্রেফতার আরও এক। রামপুরহাট থেকেই তাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। রবিবার ধৃতকে আদালতে তোলা হয়। ধৃতকে হেফাজতে পান তদন্তকারীরা।

সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে সিবিআই (CBI)-এর তদন্তকারীরা ওই ব্যক্তির ঠিকানা জানতে পারেন। সেই মতো রামপুরহাটে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দাদের একটা দল। সেখান থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রামপুরহাট কাণ্ডের দিন ঘটনাস্থলে ছিলেন ধৃত ব্যক্তি। ঘটনায় তার প্রত্যক্ষযোগেরও অভিযোগ উঠেছে। রামপুরহাট কাণ্ডে (Rampurhat Arson) আগেই মুম্বই থেকে চার জনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এ নিয়ে মোট পাঁচজন গ্রেফতার হল।

প্রসঙ্গত, ষড়যন্ত্রের অভিষোগ করেছেন রামপুরহাট কাণ্ডে (Rampurhat Arson) ধৃত আনরুল হোসে। চক্রান্ত করে ফাঁসানোর দাবি করেছেন তিনি। তার ইঙ্গিত নিহতদের পরিবারের দিকে নাকি রাজনৈতিক, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

আরও পড়ুন: Nandigram: জানিস মামার ছেলে পুলিস! সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মার নন্দীগ্রামে

আরও পড়ুন: 'টাকা নিয়ে কী করব, স্বামীকে ফিরিয়ে দিন', মগরাহাটকাণ্ডে নিহত স্ত্রীয়ের আকুতি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.