নারদ-সারদাকে হাতিয়ার করেই রাজ্যে পদ্ম ফোটাতে চান দিলীপ ঘোষ-বিজয়বর্গীরা

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে তৃণমূল বিরোধিতার সুর আরও চড়াচ্ছে বিজেপি। নারদ-সারদাকে হাতিয়ার করেই রাজ্যে পদ্ম ফোটাতে চান দিলীপ ঘোষ-বিজয়বর্গীরা। কর্মীসমর্থকদের চাঙ্গা করতে তাই এখন থেকেই রাস্তায় নামার কৌশল নিচ্ছে দল। ২৫ মে লালবাজার অভিযান দিয়েই শুরু হচ্ছে ।

Updated By: May 2, 2017, 08:35 PM IST
নারদ-সারদাকে হাতিয়ার করেই রাজ্যে পদ্ম ফোটাতে চান দিলীপ ঘোষ-বিজয়বর্গীরা

ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে তৃণমূল বিরোধিতার সুর আরও চড়াচ্ছে বিজেপি। নারদ-সারদাকে হাতিয়ার করেই রাজ্যে পদ্ম ফোটাতে চান দিলীপ ঘোষ-বিজয়বর্গীরা। কর্মীসমর্থকদের চাঙ্গা করতে তাই এখন থেকেই রাস্তায় নামার কৌশল নিচ্ছে দল। ২৫ মে লালবাজার অভিযান দিয়েই শুরু হচ্ছে ।

বাংলা দখল। টার্গেট ফিক্স। ব্লুপ্রিন্ট ছকে দিয়ে গেছেন অমিত শাহ। আর সেই পথেই হাঁটছে রাজ্য বিজেপি। বাংলা দখলের প্রথম ধাপ হিসাবে পঞ্চায়েত ভোটকে ফোকাস করছেন বিজয়বর্গীয়-দিলীপ ঘোষরা। প্রতিটি আসনে এবার প্রার্থী দেবে পদ্মশিবির। অন্তত দিলীপ ঘোষদের দাবি এমনটাই।

পদ্মের পালে হাওয়া টানতে সারদা-নারদকে হাতিয়ার করেই এগোতে চাইছে BJP। শুরুটা  হচ্ছে লালবাজার অভিযান দিয়ে। লালবাজার থেকে তৃণমূল হঠাও আন্দোলন রাজ্যের প্রতিটি ঘরে পৌছে দিতে চান দিলীপ ঘোষ-রাহুল সিনহারা। এরপর ধাপে ধাপে আন্দোলন ছড়িয়ে দিতে চান বাংলা জুড়ে। একেবারে বুথ স্তরে। তবে, তৃণমূল যাই বলুক না কেন, কোমর বাঁধছে বঙ্গ বিজেপি। পঞ্চায়েত ভোট থেকেই শুরু অপারেশন বঙ্গ দখল।

.