সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট, কান ধরে ওঠবস ব্যাঙ্ককর্মীর

কলকাতার এক বেসরকারি ব্যাঙ্কের কর্মী ওই যুবকের বাড়ির বালুরঘাটে। ছুটিতে দুদিন আগে বাড়িতে গিয়েছিল সে। পুলওয়ামার  ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে একটি লেখা পোস্ট করেন। 

Updated By: Feb 19, 2019, 05:52 PM IST
সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট, কান ধরে ওঠবস ব্যাঙ্ককর্মীর

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্ট করে বিপাকে বালুরঘাটের যুবক। পোস্ট ভাইরাল হতেই প্রকাশ্যে কানধরে ওঠবস করতে হল তাকে।

আরও পড়ুন: ফেইসবুক পোস্ট ঘিরে শিক্ষকের বাড়িতে হামলা, ধৃত ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী-সহ ১১

কলকাতার এক বেসরকারি ব্যাঙ্কের কর্মী ওই যুবকের বাড়ির বালুরঘাটে। ছুটিতে দুদিন আগে বাড়িতে গিয়েছিল সে। পুলওয়ামার  ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে একটি লেখা পোস্ট করেন। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা ওই যুবকের বাড়িতে চড়াও হন। তাকে বালুরঘাট কলেজ মোড়ে ডেকে আনা হয়। সেখানে তাকে কান ধরে ওঠবস করানো হয়। দীর্ঘক্ষণ তাকে এক পায়ে দাঁড় করিয়ে রাখা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিস। ওই যুবককে উদ্ধার করে। তবে পাল্টা থানায় নিগ্রহের অভিযোগ দায়ের করেছে ওই যুবক। তদন্তে নেমেছে পুলিস।

'পাকিস্তান জিন্দাবাদ’ বলায় ছেলেকে প্রকাশ্যে জুতোপেটা বাবার

অন্যদিকে, হোয়াটসঅ্যাপে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে লিখে পাঠায় নিগৃহীত হতে হয়েছে বীরভূমের এক কিশোরকে। প্রকাশ্যে তাকে স্কুল শিক্ষক বাবা জুতোপেটা করেন। সেই ভিডিও ভাইরাল হয়।

 

.