নকুলদানা দেওয়া শুরু হয়ে গিয়েছে, জানালেন অনুব্রত

নির্বাচনে বারবার হিংসায় মদত দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। অভিযোগ, কখনো সরাসরি, কখনো প্রচ্ছন্নে বিরোধীদের শাসান তিনি। এমনকী দলের তাঁর বিরোধীগোষ্ঠীর নেতারাও পার পান না।

Updated By: Mar 12, 2019, 05:24 PM IST
নকুলদানা দেওয়া শুরু হয়ে গিয়েছে, জানালেন অনুব্রত

নিজস্ব প্রতিবেদন: এবার নির্বাচনে তাঁর দাওয়াই নকুলদানা। মঙ্গলবার তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার পর এমনটাই জানালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, তৃণমূলের জনপ্রিয়তা আঁচ করে বীরভূম জেলায় ভোটে দাঁড়াতে চাইছেন না বিরোধী দলগুলির তাবড় নেতা। 

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত জানান, 'নির্বাচনে আমার দাওয়াই নকুলদানা। ইতিমধ্যে অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে। নকুলদানাতেই অনেক কাজ হবে।' কেষ্টদার দাবি, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে চড়ে হাসতে হাসতে জিতবে তৃণমূল।'

 

নির্বাচনে বারবার হিংসায় মদত দেওয়ার অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। অভিযোগ, কখনো সরাসরি, কখনো প্রচ্ছন্নে বিরোধীদের শাসান তিনি। এমনকী দলের তাঁর বিরোধীগোষ্ঠীর নেতারাও পার পান না। লোকসভা নির্বাচনের আগে ফের একবার সেই পথেই হাঁটলেন তিনি। 

LIVE: প্রকাশিত তৃণমূলের প্রার্থীতালিকা, মিমি - নুসরতকে ভোটের ময়দানে নামিয়ে চমক মমতার

অনুব্রত দাবি করেন, 'বীরভূমে ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছেন বিজেপি ও সিপিএমের নেতারা। বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় বীরভূম থেকে তাঁদের দলের হয়ে ভোটে দাঁড়াতে চাইছেন না। ভোটে দাঁড়াতে চাইছেন না সিপিএমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম'    

.