Anubrata Mondal: জামিন খারিজ, এজলাসে দাঁড়িয়েই কর্মীদের পঞ্চায়েত ভোটের পাঠ পড়ালেন অনুব্রত!
এদিন অনুব্রত মণ্ডলের ফের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। পরবর্তী শুনানি ১১ নভেম্বর।
বাসুদেব চট্টোপাধ্যায়: জামিন অধরা। ফের জেল হেফাজতের নির্দেশ। তবে এসবের মধ্যেই আদালতে দাঁড়িয়েই দলের ও দলীয় কর্মসূচির খোঁজখবর নিলেন কেষ্ট। এদিন সিবিআইয়ের আইনজীবী ও অনুব্রত মণ্ডলের আইনজীবী, দু'পক্ষের শুনানির পর রায় ঘোষণার আগে এজলাসে ব্রেক হয়। বিচারক তখন নিজের চেম্বারে উঠে যান। তখনই অনুব্রত মণ্ডলের বেশ কয়েকজন অনুগামী তাঁর কাছে আসেন। তাঁরা ব্যক্তিগত কথাবার্তা বলেন। একজন আবার তারাপীঠের পুজো করা ফুল অনুব্রত মণ্ডলের কপালে ছুঁইয়ে দেন। তখনই অনুব্রত মণ্ডল তাঁদের কাছে খবর নেন, বিজয়া সম্মিলনীগুলি ঠিকঠাক হচ্ছে কি না।
শুধু তাই নয়। দলীয় কর্মীদের অনুব্রত মণ্ডল প্রয়োজনীয় নির্দেশও দেন। বলেন, যে যার নিজের বিধানসভা এলাকায়, ব্লকে ব্লকে যেন সব কিছু ঠিকঠাক মতো দেখভাল করে। দলের কাজকর্ম কেমন চলছে, তার খবর নেন। পঞ্চায়েত ভোটে সবাইকে উঠেপড়ে কাজে নেমে পড়ারও নির্দেশ দেন কেষ্ট। আরও বলেন, বাইরে যাওয়ার দরকার নেই। নিজের নিজের জমি পোক্ত করতে। প্রসঙ্গত, এদিন অনুব্রত মণ্ডলের ফের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। পরবর্তী শুনানি ১১ নভেম্বর।
এদিন আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবী অভিযোগ করেন যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামিন আটকানোর চেষ্টা চলছে। যেটা ঠিক নয়। ওদিকে সিবিআইয়ের আইনজীবী পালটা জবাবে বলেন, জেলে জিজ্ঞাসাবাদে অনুব্রত মণ্ডল সহযোগিতা করছেন না। নিশ্চুপ থাকছেন। যদিও এটা অনুব্রত মণ্ডলের আইনজীবীর দাবি, সিবিআয়ের এই অভিযোগ সঠিক নয়। তাঁদের পাল্টা সওয়াল, উনি জানবেন তবে তো উত্তর দেবেন!
আরও পড়ুন, Suvendu Adhikari: লটারিতে ১ কোটি জিতলেন তৃণমূল বিধায়কের স্ত্রী, তহবিল তছরুপের অভিযোগ বিজেপির