লক ডাউনে কর্মীদের মাইনে না পাওয়ার খবর সঠিক নয়: বিজেপি

গত ২৩ মে জি় ২৪ ঘণ্টাকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, এটা ঠিক বেতন হয়নি বলা যাবে না। চেক ক্লিয়ারিংয়ে কিছু সমস্যা হয়েছে

Updated By: May 25, 2020, 11:04 AM IST
লক ডাউনে কর্মীদের মাইনে না পাওয়ার খবর সঠিক নয়: বিজেপি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাজ্য-বিজেপি অফিসের বেতনভুক কর্মীরা মাইনে পাচ্ছেন না বলে জ়ি ২৪ ঘণ্টায় খবর প্রকাশিত হয়ছিল। তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে রাজ্য বিজেপি। তাদের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কিং সমস্যার কারণে কিছুটা অসুবিধা হয়েছিল, তবে সব কর্মীর মাইনে মিটিয়ে দেওয়া হয়েছে।

গত ২৩ মে জি় ২৪ ঘণ্টাকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, এটা ঠিক বেতন হয়নি বলা যাবে না। চেক ক্লিয়ারিংয়ে কিছু সমস্যা হয়েছে। অনেক কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। তবে. তাড়াতাড়ি মেটানোর চেষ্টা হচ্ছে। পরে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, চালক-সহ অফিসের অন্যান্য কর্মীদের মাইনে সব মিটিয়ে দেওয়া হয়েছে। লকডাউনের সময় বেতন দেওয়া হয়নি বলে জ়ি ২৪ ঘণ্টায় যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

.