কালিয়াগঞ্জে ঝোপ থেকে উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান, উধাও বাবা-মা

কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া ঝোপের ভিতর প্ল্যাস্টিকের ব্যাগে পড়ে ছিল ওই সদ্যজাত, সেখান থেকেই তাকে উদ্ধার করেন এক স্থানীয়। 

Updated By: Dec 12, 2019, 11:33 AM IST
কালিয়াগঞ্জে ঝোপ থেকে উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান, উধাও বাবা-মা

নিজস্ব প্রতিবেদন: ঝোপঝাড়ের ভেতর থেকে উদ্ধার করা হল এক সদ্যজাতকে। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতাল লাগোয়া ঝোপের ভিতর প্ল্যাস্টিকের ব্যাগে পড়ে ছিল ওই সদ্যজাত, সেখান থেকেই তাকে উদ্ধার করেন এক স্থানীয়। 

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে ঝোপের ভেতর কান্নার আওয়াজ পান ওই ব্যক্তি। এরপরই খোঁজ করতে গিয়ে সদ্যজাতকে দেখতে পায় সে। প্রথমে সদ্যজাত কন্যা সন্তানটিকে নিজের বাড়ি নিয়ে যান সেই ব্যক্তি। শিশুটির শারীরিক অবস্থা খারাপ থাকায় ফের নিয়ে আসে কালিয়াগঞ্জ হাসপাতালে, খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানাতেও।

আরও পড়ুন: উদ্বাস্তুদের বিরোধিতা করছে, বাঙালিবিরোধী তৃণমূল-সিপিএম-কংগ্রেস: দিলীপ

হাসপাতাল কতৃপক্ষ নিজেদের ব্যবস্থা ও তত্বাবধানে শিশুটিকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই কন্যা সন্তান হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের মধ্যে কেউ নয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শিশুর পরিবারের খোঁজ শুরু করেছে পুলিস। 

.