পণের দাবি মেটেনি, সোনারপুরে গৃহবধূকে পুড়িয়ে 'হত্যা', গ্রেফতার স্বামী-শ্বশুর

বিয়ের পর থেকেই পণের দাবিতে মৌসুমিকে চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন ৷ 

Updated By: Dec 12, 2019, 09:25 AM IST
পণের দাবি মেটেনি, সোনারপুরে গৃহবধূকে পুড়িয়ে 'হত্যা', গ্রেফতার স্বামী-শ্বশুর

নিজস্ব প্রতিবেদন: পণের দাবি না মেটানোয় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল সোনারপুরে। মৃতের নাম মৌসুমী সরকার। ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিস।      

যাদবপুরের আদর্শনগরের বাসিন্দা মৌসুমি সরকারের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয় সোনারপুরের লাঙলবেড়িয়ার স্বপন সরকারের ৷ দম্পতির একটি আড়াই বছরের শিশুপুত্রও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে মৌসুমিকে চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন ৷ নানা অজুহাতে টাকা চাওয়া হতো। কয়েক দিন আগেও ৫ হাজার টাকা বাপের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন মৌসুমি।  

বুধবার সকালে মৌসুমির বাপের বাড়িতে ফোনে জানানো হয়, মেয়ে অসুস্থ৷  খবর পেয়ে মৌসুমির পরিবার পৌঁছন তাঁর শ্বশুরবাড়িতে। দেখেন বিছানায় পড়ে রয়েছেন মৌসুমি। শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছে৷ ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৌসুমির পরিজনরা। স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ ৷ 

আরও পড়ুন- আপনি ভদ্রতা দেখাচ্ছেন, আমি স্পষ্ট করে বলছি, বাংলায় এনআরসি হবেই: অমিত

.