রোনাল্ডোকে কোনও মতেই ছাড়া হবে না, জানিয়ে দিলেন জিদান
দলের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোনও মতেই ছাড়া হবে না। পরিস্কার জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিনেদিন জিদান। তিনি যতদিন রিয়ালের হটসিটে থাকবেন ততদিন সিআর সেভেনের ক্লাব ছাড়ার প্রশ্নই নেই। সাফ বক্তব্য জিদানের। রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে অতীতে বারবার অনিশ্চয়তা প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা। প্রাক্তন কোচ রাফা বেনিতেজের সঙ্গে রোনাল্ডোর বিরোধ চরমে ওঠে। রিয়ালে যে তিনি ভাল নেই, সেটা বুঝিয়ে দেন সিআর সেভেন। কোচ বদলের পর রোনাল্ডোকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন জিদান। অনিশ্চয়তার মেঘ দুরে সরিয়ে রোনাল্ডোকে নিজের পছন্দের পজিশনে খোলা মনে খেলতে দিতে চান রিয়ালের নতুন কোচ। শনিবার রাতে লা লিগার ম্যাচে প্রথমবার কোচ হিসেবে রিয়ালের বেঞ্চে বসবেন জিদান।
ওয়েব ডেস্ক: দলের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোনও মতেই ছাড়া হবে না। পরিস্কার জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিনেদিন জিদান। তিনি যতদিন রিয়ালের হটসিটে থাকবেন ততদিন সিআর সেভেনের ক্লাব ছাড়ার প্রশ্নই নেই। সাফ বক্তব্য জিদানের। রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে অতীতে বারবার অনিশ্চয়তা প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা। প্রাক্তন কোচ রাফা বেনিতেজের সঙ্গে রোনাল্ডোর বিরোধ চরমে ওঠে। রিয়ালে যে তিনি ভাল নেই, সেটা বুঝিয়ে দেন সিআর সেভেন। কোচ বদলের পর রোনাল্ডোকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন জিদান। অনিশ্চয়তার মেঘ দুরে সরিয়ে রোনাল্ডোকে নিজের পছন্দের পজিশনে খোলা মনে খেলতে দিতে চান রিয়ালের নতুন কোচ। শনিবার রাতে লা লিগার ম্যাচে প্রথমবার কোচ হিসেবে রিয়ালের বেঞ্চে বসবেন জিদান।