'রিয়াল কোচ' কি জিদান?

আগামী মরসুমে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচ হতে চলেছেন জিনেদিন জিদান? পরিস্থিতি যা তাতে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রিয়াল মাদ্রিদ কোচের পদ হারাতে পারেন কার্লো আন্সেলোত্তি। জুভেন্টাসের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আন্সেলোত্তিকে। এমনকি ম্যাচে তাঁর স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তুলেছেন দলের ফুটবলাররা। এবছর এখনও পর্যন্ত কোনও ট্রফি জিততে পারেননি রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর লা লিগা জয়ের আশাও কার্যত শেষ রিয়ালের। আন্সেলোত্তি নিজেও মনে করছেন আগামী বছর তাঁকে সরিয়ে দিতে পারে ক্লাব। ইতিমধ্যেই জিদানের হয়ে রিয়াল কর্তাদের কাছে সওয়াল করেছেন অনেকেই। বর্তমানে রিয়ালের বি দলের কোচের পদে রয়েছেন জিদান। তাই আন্সেলোত্তির উত্তরসূরি হওয়ার দৌড়ে জিদান যে অনেকটাই এগিয়ে মানছে ফুটবল বিশ্ব।

Updated By: May 15, 2015, 07:05 PM IST
'রিয়াল কোচ' কি জিদান?

ওয়েব ডেস্ক: আগামী মরসুমে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কোচ হতে চলেছেন জিনেদিন জিদান? পরিস্থিতি যা তাতে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রিয়াল মাদ্রিদ কোচের পদ হারাতে পারেন কার্লো আন্সেলোত্তি। জুভেন্টাসের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আন্সেলোত্তিকে। এমনকি ম্যাচে তাঁর স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তুলেছেন দলের ফুটবলাররা। এবছর এখনও পর্যন্ত কোনও ট্রফি জিততে পারেননি রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর লা লিগা জয়ের আশাও কার্যত শেষ রিয়ালের। আন্সেলোত্তি নিজেও মনে করছেন আগামী বছর তাঁকে সরিয়ে দিতে পারে ক্লাব। ইতিমধ্যেই জিদানের হয়ে রিয়াল কর্তাদের কাছে সওয়াল করেছেন অনেকেই। বর্তমানে রিয়ালের বি দলের কোচের পদে রয়েছেন জিদান। তাই আন্সেলোত্তির উত্তরসূরি হওয়ার দৌড়ে জিদান যে অনেকটাই এগিয়ে মানছে ফুটবল বিশ্ব।

.