চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের জয়, সিটির হার
সিটি হারলেও চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল ইউনাইটেড। 'এইচ' গ্রুপের ম্যাচে পল পোগবার জোড়া গোলে ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারাল ম্যান ইউ।
নিজস্ব প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই বড় ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারল পেপ গুয়ার্দিওলার দল। সিটি হারলেও চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে ইয়াং বয়েজের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল হোসে মোরিনহোর দল।
আরও পড়ুন - লাল কার্ড দেখে জুভেন্তাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক রোনাল্ডোর!
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে 'এফ' গ্রুপের ম্যাচে ২৬ মিনিটে ম্যাক্সওয়েল করনেটের গোলে এগিয়ে যায় অলিম্পিক লিঁও। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেকির। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ম্যান সিটি। ৬৭ মিনিটে লেরয় সানের পাস থেকে প্লেসিং শটে গোল করেন বের্নার্দো সিলভা। ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকা ম্যাঞ্চেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরে গেল।
A flying start to our #UCL campaign! #MUFC pic.twitter.com/umCsRlTx1p
— Manchester United (@ManUtd) September 19, 2018
FULL-TIME | We take an opening #UCL Group Stage defeat but there's plenty of games to turn it around!
1-2 #cityvol #mancity pic.twitter.com/hcDLT2IKFy
— Manchester City (@ManCity) September 19, 2018
সিটি হারলেও চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল ইউনাইটেড। 'এইচ' গ্রুপের ম্যাচে পল পোগবার জোড়া গোলে ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারাল ম্যান ইউ। ইয়াং বয়েজের মাঠে ৩৫ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন পল পোগবা। ৪৪ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা। আর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে অ্যান্তোনিও মার্শিয়ালের গোলে স্কোরলাইন ৩-০ হয়।