A story of revenge: ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার পর ঝকঝকে i20 খুঁজে নিয়ে ফালাফালা করল কুকুর!

Angry Dog: গাড়ির মালিক দিনের বেলা কুকুরের লেজের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে যায়, গভীর রাত পর্যন্ত তার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করে অবশেষে সফল...

Updated By: Jan 22, 2025, 04:11 PM IST
A story of revenge: ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার পর ঝকঝকে i20 খুঁজে নিয়ে ফালাফালা করল কুকুর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাগ কি শুধু মানুষের হয়! অবলা প্রাণীদেরও হয়, তারই একটি জলজ্যান্ত উদাহরণ ধরা পড়ল সিসিটিভির ক্যামেরায়। মধ্যপ্রদেশের সাগর জেলায় বলিউড সিনেমাকে হার বানানোর মতো একটি প্রতিশোধের গল্প নেটিজেনদের সামনে এসেছে। সাগরের তিরুপতি পুরম কলোনিতে গভীর রাতে একটি রাগী কুকুরকে দেখা যায়, তাকে একজন ব্যক্তির গাড়ির বনেটে আঁচড়াতে দেখা গেছে। জানা যাচ্ছে গাড়ির মালিক দিনের বেলা কুকুরের লেজের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে যায়। এরফলে কুকুরটি যতটা শারীরিকভাবে আক্রান্ত হয়, তার থেকেও বেশি মানসিক ভারাক্রান্ত হয়।

আরও পড়ুন: Maha Kumbh: চলন্ত বাসের ছাদে বসে খাওয়াদাওয়া, মহাকুম্ভে যোগীর চমক...

কুকুরটি  প্রতিহিংসার বশবর্তি হয়ে বাড়ির সামনে পার্ক করা একটি কালো চকচকে i20 গাড়িতে গভীর রাত্তিরে স্ক্র্যাচ ফেলে যায় এবং তা ধরা পড়ল সিসিটিভি ফুটেজের ছবিতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ক্লিপটি নজর কেড়েছে নেটিজেনদের। 

জানা যাচ্ছে, প্রহ্লাদ সিং ঘোষি নামের এক ব্যক্তি সাগরের তিরুপতি পুরম কলোনীর বাসিন্দা। তিনি ১৭ জানুয়ারি বিকেলে, তাঁর পরিবারের সঙ্গে একটি বিয়েতে যোগ দিতে রওনা হন। তাঁর গাড়ি ইউ-টার্ন করার সময়, তিনি দুর্ঘটনাক্রমে কুকুরের লেজের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। যদিও কুকুরটির কোনও বড় আঘাত লাগেনি তাও সে এই ঘটনাটির জন্য অত্যন্ত মর্মাহত ছিল সে এবং তার রাগের সৃষ্টি হয়েছিল। কুকুরটি গাড়িটিকে তাড়া করার পরও ঘোষি তাঁর গাড়ি না থামিয়ে দ্রুত চলে গিয়েছিল ঘটনাস্থল থেকে।

আরও পড়ুন: Supreme Court | R G Kar case: সঞ্জয়ের ফাঁসি চেয়ে নির্যাতিতার পরিবারের 'সুপ্রিম' আর্জি, শুনানি পিছল এক সপ্তাহ!

কুকুরটি গভীর রাত পর্যন্ত তার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করেছিল সেই রাস্তাতেই। রাত ২ টোর সময় যখন তাঁরা গাড়ি নিয়ে বাড়ি ফেরেন, কুকুরটি গাড়িটিকে চিনতে পেরে বাড়িটিতে ঢোকার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তাঁদের বাড়িতে যখন সে প্রবেশ করতে পারে তখন ঘোষির কালো চকচকে i20 গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে এবং আঁচড়ে দেয় সারা গাড়িটি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.