শ্রীনিকে আউট করার পর খুশিতে লাফিয়ে উঠলেন আদিত্য বর্মা
এন শ্রীনিবাসন কট সুপ্রিম কোর্ট বোল্ড আদিত্য বর্মা। স্পট ফিক্সিং কান্ডের রায়ের এই স্কোর সিটটা সামনে আসতেই খুশি আর চেপে রাখতে পারলেন না আদিত্য বর্মা। সুপ্রিম কোর্টের রায়ে বিসিসিআই-এর নাম্বার ওয়ান কর্তাকে হারিয়ে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য জানিয়ে দিলেন এই রায় ভারতীয় ক্রিকেটকে ক্লিন করবে। এন শ্রীনিবাসন হটাও অভিযানে সফল হয়েই আদিত্যর দাবি বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনও শীঘ্রই বোর্ডের অনুমোদন আদায় করে নেবে।
ওয়েব ডেস্ক: এন শ্রীনিবাসন কট সুপ্রিম কোর্ট বোল্ড আদিত্য বর্মা। স্পট ফিক্সিং কান্ডের রায়ের এই স্কোর সিটটা সামনে আসতেই খুশি আর চেপে রাখতে পারলেন না আদিত্য বর্মা। সুপ্রিম কোর্টের রায়ে বিসিসিআই-এর নাম্বার ওয়ান কর্তাকে হারিয়ে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য জানিয়ে দিলেন এই রায় ভারতীয় ক্রিকেটকে ক্লিন করবে। এন শ্রীনিবাসন হটাও অভিযানে সফল হয়েই আদিত্যর দাবি বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনও শীঘ্রই বোর্ডের অনুমোদন আদায় করে নেবে।
প্রসঙ্গত, বিসিসিআই নির্বাচনে লড়তে পারবেন না এন শ্রীনিবাসন। স্পট ফিক্সিং মামলার রায়ে জানায় সুপ্রিম কোর্ট। ১৩০ পাতার রায়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে শ্রীনিকে ছাড়াই নির্বাচন করতে হবে বিসিসিআইকে। ছয় সপ্তাহের মধ্যে এই নির্বাচন করতে হবে। রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেয়াপ্পন। ফিক্সিংয়ে জড়িত ছিলেন রাজস্থান রয়্যালস কর্তা রাজ কুন্দ্রাও।