আদালতে ব্যাকফুটে বেন স্টোকস, ভারতের বিরুদ্ধে বাকি সিরিজে অনিশ্চিত!

বিচারকের সামনে এই অভিযোগ অস্বীকার করেন স্টোকস।

Updated By: Aug 7, 2018, 12:43 PM IST
আদালতে ব্যাকফুটে বেন স্টোকস, ভারতের বিরুদ্ধে বাকি সিরিজে অনিশ্চিত!

নিজস্ব প্রতিবেদন :  গতবছর পানশালায় ঝামেলার সওয়াল জবাব পর্বে হাজিরা দেওয়ার জন্য লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলবেন না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ব্রিস্টল ক্রাউন কোর্টে সোমবার থেকে শুরু হওয়া মামলায় বড় ধরনের শাস্তি পেতে পারেন তিনি। ফলে ভারতের বিরুদ্ধে বাকি টেস্ট সিরিজে স্টোকসের খেলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

আরও পড়ুন - কপিলের সঙ্গে হার্দিকের তুলনা পছন্দ নয় গাভাসকরের

সোমবার আদালতে শুনানি চলাকালীন বেরিয়ে আসছে নানা তথ্য। যার ফলে সমস্যা আরও বাড়তে পারে ইংল্যান্ড অল-রাউন্ডারের। কারণ সরকারি আইনজীবী জুরিদের কাছে যা তুলে ধরেছেন তা স্টোকসের বিরুদ্ধেই যাচ্ছে। সরকারি আইনজীবী নিকোলাস কোর্সেলিস এদিন বলেন, "বেন স্টোকস পুরোপুরি নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিলেন।" পাশাপাশি তিনি বলেন,"প্রতিশোধের মানসিকতা নিয়েই আক্রমণ করেন ওই দিন।"  

আরও পড়ুন - বিরাটকে চাপে ফেলতে ইংল্যান্ড কোচের নতুন স্ট্র্যাটেজি!

বলা হচ্ছে, গত সেপ্টেম্বরে নাইটক্লাবের পাবে দুই সমকামী ব্যক্তিকে নকল করছিলেন স্টোকস। একজনের পশ্চাদ্দেশে নাকি জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিলেন বলে অভিযোগ উঠছে।  গতবছর ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। রাতে নাইটক্লাবে গিয়েছিলেন ইংল্যান্ড দলের চার সদস্য- বেন স্টোকস, জো রুট, অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো। অভিযোগ, সেখানেই দুই সমকামী ব্যক্তিকে উত্যক্ত করার পরে রায়ান আলি ও রায়ান হেল নামের দুই ব্যক্তিকেও বেদম মারধর করেন স্টোকস। যদিও বিচারকের সামনে এই অভিযোগ অস্বীকার করেন স্টোকস। সরকারি আইনজীবী নিকোলাস কর্সেলিস শুনানি চলাকালীন এটাও জানাতে ভোলেননি, স্টোকসের মারে রায়ান আলি ও রায়ান হেল, দুজনেই অচৈতন্য হয়ে গিয়েছিলেন।

তবে দু'পক্ষেরই বক্তব্য শুনবেন জুরিরা। তবে প্রথম দিনের সওয়াল জবাব পর্বের পর বেন স্টোকস কিছুটা হলেও ব্যাকফুটে। গোটা পরিস্থিতি স্টোকসের বিরুদ্ধে যাচ্ছে। দোষ প্রমানিত হলে হয়তো বড় শাস্তির মুখে পড়তে হবে স্টোকসকে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল হতে পারে। ফেল ভারতের বিরুদ্ধে বাকি সিরিজ তো বটেই স্টোকসের ক্রিকেটিয় কেরিয়ার প্রশ্নের মুখে দাঁড়িয়ে। 

.