ফের শতরান স্মিথের! কোহলির রেকর্ড ভেঙে ২৫ টেস্ট সেঞ্চুরির মালিক অজি তারকা
ব্র্যাডম্যানের পরেই রয়েছেন স্টিভ স্মিথ।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই শতরান করেছিলেন স্টিভ স্মিথ। অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টনে প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও শতরান (১৪২) এল স্টিভ স্মিথের ব্যাট থেকে। কঠিণ সময়ে ফের দলের ত্রাতা হয়ে ফিরলেন সেই স্মিথ। একই সঙ্গে ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ডও। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরির নজির গড়লেন তিনি।
২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে ক্রিকেট ও নিজের কেরিয়ারকে কালিমালিপ্ত করেছিলেন স্টিভ স্মিথ। নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তন টেস্টে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে নজির গড়লেন স্টিভ স্মিথ। দুই ইনিংসেই দলের ত্রাতা হিসেবে অবতীর্ণ হন তিনি। এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে কেরিয়ারের ২৫ তম সেঞ্চুরিটি করলেন স্মিথ। শেষ পর্যন্ত ১৪২ রান করে আউট হন তিনি। আর তাতেই পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে। ২৫টি শতরান করতে যেখানে স্মিথের লাগল ১১৯টি ইনিংস সেখানে কোহলি ২৫টি শতরান করেছিলেন ১২৭টি ইনিংসে। সচিন ২৫টি শতরান করেছিলেন ১৩০টি ইনিংসে। তবে ৬৮টি ইনিংসে ২৫টি টেস্ট সেঞ্চুরি করে সবার ধরাছোঁয়ার বাইরে অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ২৫টি টেস্ট সেঞ্চুরির নিরিখে ব্র্যাডম্যানের পরেই রয়েছেন স্টিভ স্মিথ। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন স্মিথের দখলে।
Centuries in both innings of the match, take a bow Steve Smith!
A stunning return to the longest form from the Australian.#Ashes pic.twitter.com/vVXlPEVtsl
— ICC (@ICC) August 4, 2019
এজবাস্টনের দুই ইনিংসেই শতরান করেন স্মিথ। পঞ্চম অজি ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। স্মিথের জোড়া শতরানের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।
আরও পড়ুন - নিরাপত্তার অভাব! পাকিস্তানে খেলতে যেতে চাইছেন না বিদেশি তারকারা