সরফরজের মতো ক্রিকেটার রোজ রোজ জন্মায় না: সৌরভ
সৌরভ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং প্রাক্তনীদেরকেও সরফরজ আহমেদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপে ভারতের কাছে পরপর হার পাকিস্তানের। প্রথম ম্যাচে ৮ উইকেটে, আর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছে সরফরজ আহমেদের দল। ভারতের কাছে এই লজ্জাজনক হারের পর স্বাভাবিক ভাবেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে পাক অধিনায়ক। সরফরজের অধিনায়কত্ব এবং ব্যাটিং দুই নিয়েই প্রশ্ন তুলছেন সে দেশের ক্রিকেটমহল। তাঁকে তুলোধনা করার সুযোগ হাতছাড়া করছে না কেউই। এমনকি প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রাম পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এমন অবস্থায় সরফরজ আহমেদের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- শাস্ত্রী? না শর্মা? কে দল বেছে নেন, প্রশ্ন তুললেন সৌরভ
এশিয়া কাপের ভারত-পাক মহারণের আগে পাকিস্তানের পক্ষেই বাজি ধরেছিলেন সুনীল গাওয়াসকর। ভারতের এক তরফা জয়ের পর তাঁকেও আর উচ্চবাচ্য করতে শোনা যায়নি। তবে সৌরভ কিন্তু হেরে যাওয়া পাক দল আর তাঁদের অধিনায়কের পাশেই দাঁড়ালেন। ভারতীয় কিংবদন্তীর মতে, “সরফরজের মধ্যে একটা উত্সাহ রয়েছে, ও চ্যাম্পিয়নস ট্রফিতে যেভাবে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছে তা এক কথায় অনবদ্য”। সৌরভের আরও বক্তব্য, “সরফরজ মহান অধিনায়ক এবং সরফরজের মতো ক্রিকেটার রোজ রোজ জন্মায় না।”
আরও পড়ুন- এক বছরে পাঁচ অধিনায়ককে ম্যাচ গড়াপেটার প্রস্তাব! তদন্তে আইসিসি
এখানেই না থেমে সৌরভ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং প্রাক্তনীদেরকেও সরফরজ আহমেদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।