Sourav Ganguly, BCCI Election: বোর্ড প্রধান থেকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব! প্রত্যাখ্যান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly, Bcci Election: দ্বিতীয়বার বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে যে, ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ নেই, তা আগেই জানা গিয়েছিল। বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকদের বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল যে, সৌরভ আর সভাপতি পদের জন্য লড়াই করবেন না। জয় শাহ সচিব পদের জন্যই ফের ভোট যুদ্ধে অংশ নেবেন। 

Updated By: Oct 11, 2022, 10:41 PM IST
Sourav Ganguly, BCCI Election: বোর্ড প্রধান থেকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব! প্রত্যাখ্যান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব! প্রত্যাখ্যান করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি দ্বিতীয় দফায় বিসিসিআই-এর সভাপতি (BCCI President) হিসেবেই কাজ করতে চেয়েছিলেন। তবে সেটা হল না। শেষ পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বোর্ডের শীর্ষপদ থেকে সরিয়েই দেওয়া হল। এরমধ্যে উঠে এল নতুন তথ্য। তিনি বোর্ডের শীর্ষ পদে থাকার পরে কোনও সাব কমিটির প্রধান, সোজা কথায় লিখলে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান (IPL Governing Council Chairman) হতে রাজি হননি। তাই তিনি সবিনয়ে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এখন দেখার যে, বিসিসিআই ছেড়ে আইসিসি চেয়ারম্যানের (ICC Chairman)পদে বসতে পারেন কিনা মহারাজ।

এই বিষয়ে ইংল্যান্ড থেকে জি ২৪ ঘন্টার এডিটর গৌতম ভট্টাচার্য (Gautam Bhattacharya) টেলিফোনে বলেন,'সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো পর্যায়ের একজন ক্রিকেটারকে যদি বিসিসিআই-এর সভাপতির পদ থেকে সরানোই হয়, তাহলে একইদিনে বলা যেত তাঁকে আইসিসি-র জন্য ভাবনাচিন্তা চলছে। সেটা কিন্তু হয়নি। মুম্বই থেকে তেমনই খবর পাওয়া গিয়েছে। একাধিক বোর্ড কর্তাদের দাবি তারা এখনও আইসিসি নিয়ে কিছু জানতে পারেননি। তবে এদিন যদি আইসিসি নিয়ে বিসিসিআই সিদ্ধান্ত নিত, তাহলেও হয়তো তাঁকে আইসিসি-তে পাঠানো হত না। কারণ সৌরভকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। সৌরভকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের প্রস্তাব দেওয়ার অর্থ হল সৌরভকে বাকি বোর্ড কর্তারা আইসিসি-র জন্য ভাবছে না। সেইজন্য সৌরভ খুব সঙ্গত কারণেই আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হতে রাজি হননি। কারণ একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পর তাঁকে যদি বলা হয় আপনি মার্কেটিং ম্যানেজার হন, তাহলে তিনি কেনই বা রাজি হবেন!' 

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

দ্বিতীয়বার বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে যে, ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ নেই, তা আগেই জানা গিয়েছিল। বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকদের বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল যে, সৌরভ আর সভাপতি পদের জন্য লড়াই করবেন না। জয় শাহ সচিব পদের জন্যই ফের ভোট যুদ্ধে অংশ নেবেন। 

 

গৌতম ভট্টাচার্য ফের বলেন, 'প্রথমে বলি যে ইদানীং কালে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচনে এত বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড সভাপতি হওয়া যতটা চমকপ্রদ ছিল, ঠিক সেইভাবে সরে যাওয়া আরও বেশি চমকপ্রদ। যদিও অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে তাঁকে জয় শাহ-রা চাইছেন না। কিন্তু সচিব জয় শাহ সভাপতি হলেন না! সভাপতি হিসেবে অন্য ক্রিকেটারকে বসিয়ে দেওয়া হল, এটা কেউ ভাবতেও পারেননি। রজার বিনির নাম গত চার-পাঁচদিন ধরে ভাসছিল, কিন্তু সত্যিই যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো পর্যায়ের ক্রিকেটারকে সরিয়ে রজার বিনি বসে যাবেন, এটা কেউই ভাবতে পারেননি। সবার এখন মনে হচ্ছে এটা একটা মাস্টারস্ট্রোক। যিনিই এই ভাবনা মাথায় এনে থাকুন মনে রাখতে হবে সৌরভের মতো ক্রিকেটারকে সরিয়ে বোর্ড প্রধান হিসেবে জয় শাহ-কে নিয়ে আসা হলে সমালোচনার ঝড় বয়ে যেত। সৌরভ নিজেও আশ্বস্ত ছিলেন। কিন্তু যে মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে রজার বিনিকে আনা হল, তখন আর সমালোচনার সুযোগ থাকল না। কেউ আর বলতে পারবে না যে একজন ক্রিকেটারকে সরিয়ে ক্রিকেটের বাইরের লোককে আনা হয়েছে। যদিও ওয়াকিবহাল বহলের মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়।' 

আরও পড়ুন: Exclusive Gautam Bhattacharya, Sourav Ganguly: সৌরভকে সরিয়েই দেওয়া হল, কেন?

আরও পড়ুন: Sourav Ganguly: মহারাজের অপসারণে রাজনৈতিক প্রতিহিংসা! সরব তৃণমূল-সিপিএম, পাল্টা বিজেপির

গৌতম ভট্টাচার্য শেষে বললেন, 'অনেকের আবার মনে হচ্ছে ইউনেসকো যেদিন বিশেষ স্বীকৃতি দিয়েছিল সেদিন রাজ্য সরকারের অনুষ্ঠানে সৌরভ যোগ দিতে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাঁর উপস্থিতি কি তাঁকে ব্যাকফুটে ঠেলে দিল! বিসিসিআই-তে তাঁর ভবিষ্যৎকে প্রভাবিত করল! গত বিধানসভার সময় সক্রিয় রাজনীতিতে আসার প্রস্তাব থাকলেও সৌরভ বিজেপি-তে যোগ দেননি। তাই আবার অনেকের মনে হচ্ছে সেই সময় থেকেই বিজেপি-র একটা অংশ সৌরভের প্রতি রুষ্ট হয়ে যায়।' 

সৌরভ কি ফের একবার রাজনীতির শিকার হলেন? টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকার সময় তৎকালীন কোচ গ্রেগ চ্যাপেল ও রাহুল দ্রাবিড়ের জমানায় সৌরভ 'ব্রাত্য' হয়ে যায়। দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। এবারও কি তেমনভাবেই চিত্রনাট্য লেখা হল! রজার বিনির নাম কীভাবে আচমকাই চলে এল! এর পিছনে রয়েছে ঠিক কোন রাজনীতি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.