KBC: ঠ্যাঙাচ্ছেন সেওয়াগ, কিশোরের গান শুনতে চাইলেন পাক-কিপার

'কৌন বনেগা ক্রোড়পতি'-র মঞ্চে সৌরভ-সেওয়াগ।

Updated By: Sep 5, 2021, 02:38 AM IST
KBC: ঠ্যাঙাচ্ছেন সেওয়াগ, কিশোরের গান শুনতে চাইলেন পাক-কিপার

নিজস্ব প্রতিবেদন: রুদ্ধশ্বাস ফাইনালে ধরাশায়ী ইংল্যান্ড। স্রেফ ন্যাটওয়েস্ট ট্রফি জেতাই নয়, লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে ওড়াচ্ছেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই দৃশ্য় তো ভারতীয় ক্রিকেটের লোকগাথায় ঢুকে গিয়েছে। কেমন ছিল সেদিন অভিজ্ঞতা? 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে স্মৃতি ঝাঁপি খুললেন সৌরভ নিজেই। সঙ্গে ঐতিহাসিক সেই ম্যাচে ওপেনিং পার্টনার বীরেন্দ্র সেওয়াগ।

'আমার ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিলাম ২০০২ সালে'.... অমিতাভ বচ্চনের সামনে বসে এভাবেই শুরু করলেন সৌরভ। সেওয়াগকে দেখিয়ে বললেন, 'আমরা দু'জন ওপেন করতাম। ব্যাট করতে গেলাম। ৩২৫ রান করতে হবে। আমির ওর কাছে গিয়ে বললাম,  ১৫ ওভার পর্যন্ত ফিল্ডাররা ভিতরে থাকবে। বেশি মারবি না। বলল, ঠিক আছে। প্রথম বলে স্ট্রাইক নিল, সোজা মিড অডের উপর দিয়ে মারল, চার। এরপর ওর কাছে গিয়ে বললাম, প্রথম বলে চার রান হয়ে গিয়েছে। এবার সিঙ্গল নিতে থাক! ওভারে ৮-৯ রান হয়ে যাবে। রানরেটটা ঠিক থাকবে। পরের বলটা ফের মিড-অফের উপর দিয়ে মেরে দিল। তৃতীয় বলটাও মারল। ৬ বলে ৫টা চার মেরেছিল। ৬ নম্বর বলেও মারত, কিন্তু সম্ভবত আমার প্রতি দয়া হয়েছিল'।

 

আরও পড়ুন:Oval Test: বিদেশে মাটিতে প্রথম সেঞ্চুরি রোহিতের, দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক ভারতের

এবার সেওয়াগের পালা। অমিতাভ বচ্চনের প্রশ্ন, 'শুনেছি আপনি নাকি খেলতে খেলতেই গান গাইতেন'? প্রাক্তন ভারতীয় ওপেনারের অকপট স্বীকারোক্তি, 'হ্যাঁ স্য়ার, গাইতাম'। আশেপাশের ফিল্ডাররা শুনত না? শেওয়াগের জবাব, 'পাকিস্তানের সঙ্গে যখন খেলতাম। কামরান আখমল উইকেট কিপার ছিল। কখনও কখনও কিশোর কুমারের গান শোনানোর আবতার করত। বলত, আরে এত মারছ! গান তো অন্তত শুনিয়ে দাও'! অধিনায়ক সৌরভের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.