সেমিতে হেরে সোনার স্বপ্ন শেষ, আজ ব্রোঞ্জ জেতার লড়াইয়ে সানিয়া-রোহন
সেমিফাইনালে সোনা জয়ের স্বপ্ন শেষ সানিয়া-মির্জা -রোহন বোপান্না জুটির। তিন সেটের টানটান লড়াইয়ে সানিয়াদের হারান মার্কিন জুটি ভেনাস উইলিয়ামস ও রাজীব রাম। সবাই ভেবেছিলেন এবারের অলিম্পিকে প্রথম পদক হয়ত আসছে সানিয়াদের হাত ধরেই। প্রথম সেট অবহেলায় জিতে সেই আশা বেশ উজ্জ্বল করে তোলেন সানিয়ারা। কিন্তু পরের সেটে ঘুরে দাঁড়ান ভেনাস-রাজীব জুটি।
ওয়েব ডেস্ক: সেমিফাইনালে সোনা জয়ের স্বপ্ন শেষ সানিয়া-মির্জা -রোহন বোপান্না জুটির। তিন সেটের টানটান লড়াইয়ে সানিয়াদের হারান মার্কিন জুটি ভেনাস উইলিয়ামস ও রাজীব রাম। সবাই ভেবেছিলেন এবারের অলিম্পিকে প্রথম পদক হয়ত আসছে সানিয়াদের হাত ধরেই। প্রথম সেট অবহেলায় জিতে সেই আশা বেশ উজ্জ্বল করে তোলেন সানিয়ারা। কিন্তু পরের সেটে ঘুরে দাঁড়ান ভেনাস-রাজীব জুটি। শেষ সেটে তীব্র লড়াইয়ের পর হার মানতে হয় সানিয়াদের। খেলার ফল ৬-২, ২-৬, ১০-৩। হেরে গেলেও ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে সানিয়াদের সামনে। রবিবার সেজন্য তাঁদের প্লে অফ ম্যাচ খেলতে হবে। ব্রোঞ্জ জেতার ম্যাচে ভারতের সানিয়া-রোহনের সামনে মুখোমুখি চেক প্রজাতন্ত্রের জুটি রাদেক স্টেপানিক ও লুসি হার্দেকা। ফাইনালে মুখোমুখি দুই মার্কিন জুটি। মানে ফাইনালে যারাই জিতুক রিও অলিম্পিকে মিক্সড ডাবলসে সোনা আমেরিকার ঘরেই যাচ্ছে।
আরও পড়ুন- অলিম্পিকে কেন ব্যর্থ ভারতীয়রা? চিনাদের যুক্তি
উসেন বোল্টের আগেই মহিলাদের একশো মিটারের ফাইনাল ট্র্যাকে বিদ্যুতের ঝলক দেখাল জামাইকা। একশো মিটারে সোনা জিতে বিশ্বের দ্রুততম মহিলা হলেন জামাইকার এলেইন থমসন। ওই একই ইভেন্টের ব্রোঞ্জ পদকটিও জিতে নিয়েছেন আরেক সতীর্থ জামাইকান শেলি অ্যান ফ্রেজার প্রাইস। এনিয়ে পর পর তিনটি অলিম্পিকে একশো মিটার দৌড়ে অন্তত দুটি পদক নিজেদের দখলে রাখল জামাইকা। একশো মিটার শেষ করতে থমসন সময় নেন দশ দশমিক সাত এক সেকেন্ড। দশ দশমিক আট এক সেকেন্ডে ফিনিশ করে দ্বিতীয় স্থানে আমেরিকার টোরি বাওই।