মালয়েশিয়ান ওপেনের ফাইনালে সাইনা

আন্তর্জাতিক ব্যাডমিন্টন সার্কিটে সাইনা নেহওয়ালের দুরন্ত ফর্ম অব্যাহত। চিনের সুনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারিয়ে মালয়েশিয়ান ওপেনের শেষ চারে জায়গা করে নেন বিশ্বের ১ নম্বর সাইনা। কোয়ার্টার ফাইনালে সাইনার লড়াই ছিল বিশ্বের ১৫ নম্বর চিনের সুনের সঙ্গে। মনে করা হয়েছিল সহজেই ম্যাচ জিতে যাবেন হায়দ্রাবাদী ব্যাডমিন্টন তারকা। ২১-১১  ব্যবধানে প্রথম গেম জিতে শুরুটা দুরন্ত করেন সাইনা। যদিও দ্বিতীয় গেম জিতে ম্যাচে দারুনভাবে কামব্যাক করেন সাইনার চিনা প্রতিপক্ষ। নির্ধায়ক গেমে একটা সময় অনেকটা এগিয়ে গেলেও সাইনাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেন সুন। যদিও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্নায়ুর লড়াইয়ে বিপক্ষকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসেন সাইনাই। বিশ্বের পয়লা নম্বর ব্যাডমিন্টন তারকা ম্যাচ জেতেন ২১-১১, ১৮-২১, ২১-১৭ ব্যবধানে। সেমিফাইনালে বিশ্বের ২ নম্বর লি-র বিরুদ্ধে খেলবেন সাইনা নেহওয়াল।

Updated By: Apr 3, 2015, 08:43 PM IST
মালয়েশিয়ান ওপেনের ফাইনালে সাইনা

ওয়েব ডেস্ক:আন্তর্জাতিক ব্যাডমিন্টন সার্কিটে সাইনা নেহওয়ালের দুরন্ত ফর্ম অব্যাহত। চিনের সুনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারিয়ে মালয়েশিয়ান ওপেনের শেষ চারে জায়গা করে নেন বিশ্বের ১ নম্বর সাইনা। কোয়ার্টার ফাইনালে সাইনার লড়াই ছিল বিশ্বের ১৫ নম্বর চিনের সুনের সঙ্গে। মনে করা হয়েছিল সহজেই ম্যাচ জিতে যাবেন হায়দ্রাবাদী ব্যাডমিন্টন তারকা। ২১-১১  ব্যবধানে প্রথম গেম জিতে শুরুটা দুরন্ত করেন সাইনা। যদিও দ্বিতীয় গেম জিতে ম্যাচে দারুনভাবে কামব্যাক করেন সাইনার চিনা প্রতিপক্ষ। নির্ধায়ক গেমে একটা সময় অনেকটা এগিয়ে গেলেও সাইনাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেন সুন। যদিও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্নায়ুর লড়াইয়ে বিপক্ষকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসেন সাইনাই। বিশ্বের পয়লা নম্বর ব্যাডমিন্টন তারকা ম্যাচ জেতেন ২১-১১, ১৮-২১, ২১-১৭ ব্যবধানে। সেমিফাইনালে বিশ্বের ২ নম্বর লি-র বিরুদ্ধে খেলবেন সাইনা নেহওয়াল।

.