সাইনা- গগন এখন ডক্টরেট, মেরি কম লেখিকা

একজন পেলেন ডক্টরেট ডিগ্রি, অন্যজন হতে চলেছেন লেখিকা। লন্ডন অলিম্পিকে দুই পদকজয়ী মহিলা অ্যাথলিট এখন অন্য ভূমিকায়। সাইনা এখন ডঃ সাইনা নেহওয়াল। গগন নারাংদেরর নামের আগেও বসল ডক্টরেট উপাধি। শনিবার অলিম্পিকে পদকজয়ী ছয় ভারতীয় ক্রীড়াবিদকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিল উত্তরপ্রদেশের মঙ্গলায়তন বিশ্ববিদ্যালয়। বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছয় পদকজয়ীকে এই সম্মানে ভূষিত করে বিশ্ববিদ্যালয়। পদকজয়ীদের এই সম্মান প্রদান করেন মুলায়ম সিং যাদব।

Updated By: Nov 5, 2012, 09:12 PM IST

একজন পেলেন ডক্টরেট ডিগ্রি, অন্যজন হতে চলেছেন লেখিকা। লন্ডন অলিম্পিকে দুই পদকজয়ী মহিলা অ্যাথলিট এখন অন্য ভূমিকায়। সাইনা এখন ডঃ সাইনা নেহওয়াল। গগন নারাংদেরর নামের আগেও বসল ডক্টরেট উপাধি। শনিবার অলিম্পিকে পদকজয়ী ছয় ভারতীয় ক্রীড়াবিদকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিল উত্তরপ্রদেশের মঙ্গলায়তন বিশ্ববিদ্যালয়। বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছয় পদকজয়ীকে এই সম্মানে ভূষিত করে বিশ্ববিদ্যালয়। পদকজয়ীদের এই সম্মান প্রদান করেন মুলায়ম সিং যাদব।
অন্যদিকে, আত্মজীবনী লিখতে চলেছেন ভারতীয় মহিলা বক্সার মেরিকম। কিভাবে কঠোর পরিশ্রম আর লড়াইয়ের মধ্যে দিয়ে সাফল্য পেয়েছেন তা এই বইতে উল্লেখ করবেন বলে জানিয়েছেন মেরি। মেরির জীবনীর উপর একটি চলচ্চিত্র তৈরি করার কথা আগেই জানিয়েছেন বলিউডের পরিচালক সঞ্জয় লীলা বনসালি।

.