ফরাসি ওপেনেও সাইনা ম্যানিয়া চলছে

অলিম্পিকে পদক জয়ের পর সাইনা নেহওয়ালের ক্ষিদে যেন আরও বেড়ে গেছে। বিশ্বের এক নম্বরকে হারিয়ে ডেনমার্ক ওপেন জয়ের পর এবার ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন শীর্ষ বাছাই সাইনা।

Updated By: Oct 27, 2012, 04:22 PM IST

অলিম্পিকে পদক জয়ের পর সাইনা নেহওয়ালের ক্ষিদে যেন আরও বেড়ে গেছে। বিশ্বের এক নম্বরকে হারিয়ে ডেনমার্ক ওপেন জয়ের পর এবার ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন শীর্ষ বাছাই সাইনা।
কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা রানচানোক স্ট্রেট সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন ভারতের ব্যাডমিন্টন রানি ৷ সাইনা জিতলেন ২২ - ২০, ২২ - ২০ সেটে ৷ ডেনমার্ক ওপেনের ফাইনালে সাইনার প্রতিপক্ষ ছিলেন জুলিয়ান শেঙ্ক৷ ফরাসি ওপেনের সেমিফাইনালে সেই শেঙ্কের মুখোমুখি সাইনা৷

.