মন্টে কার্লোয় রেকর্ড গড়লেন ক্লে-কোর্টের রাজা
এই নিয়ে ১৪ বছরে রেকর্ড ১১ বার মন্টে কার্লো মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন রাফা।
নিজস্ব প্রতিবেদন : ট্রফিহীন মরসুমে মন্টে কার্লো মাস্টার্স খেতাব জিতে চেনা ক্লে কোর্টে স্বমহিমায় প্রত্যাবর্তন করলেন রাফায়েল নাদাল। ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে ৯৩ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন রাফায়েল নাদাল। খেলার ফল নাদালের পক্ষে ৬-৩, ৬-২। এই নিয়ে ১৪ বছরে রেকর্ড ১১ বার মন্টে কার্লো মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন রাফা। খেতাব জিতে নাদাল বলেন, "গত পাঁচ মাস খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি। এখন আমি এই মুহূর্তটা উপভোগ করব। আগামিকাল থেকে পরের টুর্নামেন্ট নিয়ে ভাবব। এখানে ১১বার চ্যাম্পিয়ন হয়েছি, গোটা বিষয়টাই কেমন অবিশ্বাস্য লাগছে।"
Gracias siempre a los niños que nos ayudan en cada torneo! Qué momento tan especial! pic.twitter.com/BppUMWMfQn
— Rafa Nadal (@RafaelNadal) April 23, 2018
১০ বার ফরাসি ওপেন জিতেছেন নাদাল। ১০ বার বার্সেলোনা ওপেনের খেতাবও জিতেছেন তিনি। এবার মন্টে কার্লো মাস্টার্স খেতাব জয়ের সংখ্যাটা ১১ করে নিলেন রাফা। আগামী মাসে ফরাসি ওপেনের আগে অবশ্য বার্সেলোনা ওপেনে নামতে চলেছেন নাদাল। তবে মন্টে কার্লোতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল।
আরও পড়ুন- ২০১৯ বিশ্বকাপের পরই অবসরের ভাবনা যুবরাজের!