রাবাদার বছরটা কত ভাল গেছে পুরস্কারের বহর দেখলে বুঝতে পারবেন
ওয়েব ডেস্ক: রাবাদা। দক্ষিণ আফ্রিকায় এই নামটা এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে টর্নেডো, হ্যারিকেন অথবা সুনামির মত। সবার মুখে রাবাদা রাবাদা রব। দক্ষিণ আফ্রিকার হলটা কি? ইনি নেলসন ম্যান্ডেলা নন। ইনি হ্যান্সি ক্রোনিয়ে নন, ইনি শন পলক, ডোনাল্ড, ক্যালিস কিংবা এবিডি নন। ইনি 'স্টেইন গান' ও নন, ইনি রাবাদা। এখন থেকে এটাই যথেষ্ট। দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার। ক্রিকেটের সব ফরম্যাটে ইনিই নাকি এখন দক্ষিণ আফ্রিকার এক নম্বর। একটা বর্ষেই ৬টি পুরষ্কার। এর আগে কখনও এমনটা হয়নি ক্রিকেটে।
বর্ষসেরা ক্রিকেটার- রাবাদা
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- রাবাদা
বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার- রাবাদা
খেলোয়াড়দের নির্বাচিত বর্ষসেরা ক্রিকেটার- রাবাদা
ফ্যানদের বিচারে বর্ষসেরা ক্রিকেটার- রাবাদা
বছরেরে শ্রেষ্ঠ টি-টোয়েন্টি ডেলিভারি- রাবাদা
একমাত্র ইমরান তাহির রাবাদার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের শিরোপা।
রাবাদ এখনও পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন, তাঁর ঝুলিতে উইকেটের সংখ্যা ২৪ (৭/১১২)। আন্তর্জাতিক একদিনের ম্যাচে এক ফাস্ট বোলার মাত্র ২০টি ম্যাচ খেলেই হাসিল করে নিয়েছেন ৩৭টি উইকেট (বেস্ট রেকর্ড- ৬/১৬)।