ব্যাট হাতে দুরন্ত অনুষ্টুপ, বল হাতে ঈশান পোড়েল; রঞ্জি সেমিফাইনালে অ্যাডভান্টেজে বাংলা
দ্বিতীয় দিনের খেলা শেষে কর্নাটক থেকে ২৬২ রানে এগিয়ে অরুণলালের দল।
নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে দুরন্ত অনুষ্টুপ মজুমদার, তো বল হাতে ঝকঝকে ঈশান পোড়েল। এই দুই ফ্যাক্টরের মিশেলে রঞ্জির সেমিফাইনালে অ্যাডভান্টেজ বাংলা। দ্বিতীয় দিনের খেলা শেষে কর্নাটক থেকে ২৬২ রানে এগিয়ে অরুণলালের দল।
কর্নাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালের দ্বিতীয় দিনেই অ্যাডভান্টেজ বাংলা। ম্যাচের প্রথমদিনটা ছিল অনুষ্টুপ মজুমদারের। ব্যাট হাতে বাংলার পরিত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। দ্বিতীয় দিন নজর কাড়লেন ঈশান পোড়েল। একাই পাঁচ উইকেট নিয়ে কর্নাটক দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেন তিনি। দ্বিতীয়দিনের শুরুতে প্রথমদিনের স্কোরে মাত্র সাইত্রিশ রান যোগ করে অলআউট হয়ে যায় বাংলা। প্রথম ইনিংসে ৩১২ রান করেন মনোজরা তেওয়ারিরা। ১৪৯ রানে অপরাজিত থাকেন অনুষ্টুপ।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন কর্নাটক ব্যাটসম্যানরা। ঈশান পোড়েলের আগুন বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কর্নাটক দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় কর্নাটক। কেএল রাহুল, অভিমন্যু মিঠুন, করুণ নায়ারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন বাংলার বোলাররা। ঈশান পোড়েলের সর্বোচ্চ ৫ উইকেটের পাশাপাশি ৩টি উইকেট নেন আকাশদীপ। ২টি উইকেট মুকেশ কুমারের।
আরও পড়ুন: আইলিগে অপ্রতিরোধ্য মোহনবাগান! টানা ১২ ম্যাচে অপরাজিত সবুজমেরুন
এদিকে দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে ফের ফ্লপ বাংলার টপ অর্ডার। দিনের শেষে বাংলার স্কোর চার উইকেটে বাহাত্তর রান। প্যাভেলিয়ানে ফিরে গিয়েছেন অভিষেক রমন, অভিমন্যু ঈশ্বরণ, অর্ণব নন্দী, মনোজ তেওয়ারি। ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার এবং সুদীপ চ্যাটার্জি। কর্নাটক থেকে দুশো বাষট্টি রানে এগিয়ে বাংলা।