ইংলিশ প্রিমিয়ার লিগে নজির গড়লেন ইব্রাহিমোভিচ

ব্যুরো: ইপিএল চ্যাম্পিয়ন লেস্টার সিটির এ কি হাল? নিজেদের মাঠে ম্যাঞ্চেষ্টার ইউনাইটেডের কাছে তিন গোলে হেরে ধরাশায়ী গতবারের চ্যাম্পিয়নরা। যার ফলে অবনমনের আশঙ্কা এবার ঢুকে পড়ল লেস্টারে। রবিবার রাতে ক্লডিও রেনেইরির দলকে তিন গোলে উড়িয়ে দিয়ে ইপিএলে জয়ে ফিরল ম্যান ইউ। ম্যাচের প্রথমার্ধে দুগোলে এগিয়ে যায় রেড ডেভিলস। দুমিনিটের ব্যবধানে মিকিতারিয়ান ও ইব্রাহিমোভিচের গোলে মোরিনহো ব্রিগেডের জয় তখনই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধ জুড়েও ম্যান ইউ শো। জুয়ান মাতার গোলে ব্যবধান আরও বাড়ে। শেষদিকে সহজ সুযোগ নষ্ট করেন মিকিতারিয়ান। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের ফলে লিগ টেবিলে চার নম্বরে থাকা আর্সেনালের থেকে মাত্র দুপয়েন্টে পিছিয়ে রেড ডেভিলস। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার মাত্র একুশ পয়েন্ট নিয়ে রয়েছে ষোল নম্বরে। 

লেস্টার সিটির বিরুদ্ধে গোল করে নজির গড়লেন জ্লাটান ইব্রাহিমোভিচ। ইপিএলে রেকর্ডের বইতে নাম লেখালেন সুইডিস কিংবদন্তী। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার হিসেবে একটা মরশুমে পনেরোটা গোল করে ফেললেন ইব্রা। পয়ত্রিশ বছর একশো পঁচিশ দিনের মাথায় এই রেকর্ড গড়েন তারকা স্ট্রাইকার। চলতি মরশুমে পিএসজি থেকে ম্যান ইউতে যোগ দিয়েছিলেন এই গোলমেশিন। ম্যান ইউর জার্সিতে চব্বিশটা ম্যাচে পনেরোটা গোল ইতিমধ্যে করে ফেলেছেন ইব্রা। 

English Title: 
'Oldest' footballer Ibra scores 15 goal
News Source: 
Home Title: 

ইংলিশ প্রিমিয়ার লিগে নজির গড়লেন ইব্রাহিমোভিচ

ইংলিশ প্রিমিয়ার লিগে নজির গড়লেন ইব্রাহিমোভিচ
Yes
Is Blog?: 
No
Section: