ভারত 'এ' দলের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ
৮ বোলার নিয়ে খেলতে নেমেও ভারতীয় 'এ' দলের ব্যাটসম্যানদের কাছে নাস্তানাবুদ হল বেঙ্গল টাইগাররা। দুই দিনের প্র্যাকটিস ম্যাচে না ব্যাট না বল, একটিতেও মাথা তুলে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতীয় ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের ওপর শুরু থেকেই 'হামলা' বলেন, প্রতি ওভারে রান রেট থাকে গড়ে ৫। ৯০ ওভারে ভারতীয় 'এ' দলের স্কোর ৮ উইকেট হারিয়ে ৪৬১। সেঞ্চুরি করেন তিন তরুণ ক্রিকেটার। প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল (১০৩), শ্রেয়স আইয়ার (১০০), বিজয় শঙ্কর (১০৩*) তিনজনের তিন সেঞ্চুরিতে ভারতীয় 'এ' দল পৌঁছায় ৪৬১ রানের পাহাড়ে। বাংলাদেশের বোলাররা কোনও ভাবেই দুই দিনের প্র্যাকটিস ম্যাচে নিজেদেরকে তেমনভাবে তুলে ধরতে পারেননি। ব্যাটেও তেমন কোনও ঝলক দেখাতে পারেনি বেঙ্গল টাইগররা। (বাংলাদেশের বিরুদ্ধে তিনটে সেঞ্চুরি ভারত এ দলের তরুণ ক্রিকেটারদের)
ওয়েব ডেস্ক: ৮ বোলার নিয়ে খেলতে নেমেও ভারতীয় 'এ' দলের ব্যাটসম্যানদের কাছে নাস্তানাবুদ হল বেঙ্গল টাইগাররা। দুই দিনের প্র্যাকটিস ম্যাচে না ব্যাট না বল, একটিতেও মাথা তুলে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ভারতীয় ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের ওপর শুরু থেকেই 'হামলা' বলেন, প্রতি ওভারে রান রেট থাকে গড়ে ৫। ৯০ ওভারে ভারতীয় 'এ' দলের স্কোর ৮ উইকেট হারিয়ে ৪৬১। সেঞ্চুরি করেন তিন তরুণ ক্রিকেটার। প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল (১০৩), শ্রেয়স আইয়ার (১০০), বিজয় শঙ্কর (১০৩*) তিনজনের তিন সেঞ্চুরিতে ভারতীয় 'এ' দল পৌঁছায় ৪৬১ রানের পাহাড়ে। বাংলাদেশের বোলাররা কোনও ভাবেই দুই দিনের প্র্যাকটিস ম্যাচে নিজেদেরকে তেমনভাবে তুলে ধরতে পারেননি। ব্যাটেও তেমন কোনও ঝলক দেখাতে পারেনি বেঙ্গল টাইগররা। (বাংলাদেশের বিরুদ্ধে তিনটে সেঞ্চুরি ভারত এ দলের তরুণ ক্রিকেটারদের)
ম্যাচ স্কোর-
বাংলাদেশ: প্রথম ইনিংস- ২২৪/৮, দ্বিতীয় ইনিংস- ৭৩/২ (১৫ ওভার পর্যন্ত খেলা হয়)
ভারত 'এ': প্রথম ইনিংস- ৪৬১/৮ (৯০ ওভার)