কেরিয়ারের ৬ নম্বর Wimbledon খেতাবের সঙ্গেই ২০ তম গ্র্যান্ড স্লাম জিতলেন Djokovic

এর সঙ্গেই জকোভিচ গোল্ডেন স্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। 

Updated By: Jul 11, 2021, 10:58 PM IST
  কেরিয়ারের ৬ নম্বর Wimbledon খেতাবের সঙ্গেই ২০ তম গ্র্যান্ড স্লাম জিতলেন Djokovic

নিজস্ব প্রতিবেদন: নাম নোভাক জকোভিচ (Novak Djokovic)। পরিচয় তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় । রবিবার অনায়াসে কেরিয়ারের ৬ নম্বর উইন্বলডন খেতাব জয়ের সঙ্গেই নিজের বায়োডেটায় আরও একটা লাইন যোগ করে ফেললেন। পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্নাম জয়ের মালিক হয়ে গেলেন জকোভিচও। রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে সার্বিয়ান কিংবদন্তির ঝুলিতেও চলে এল ২০ নম্বর গ্র্যান্ড স্লাম।

আরও পড়ুন: Wimbledon-এ বাঙালির হুঙ্কার, জুনিয়র গ্র্যান্ডস্লাম জিতলেন প্রবাসী Samir Banerjee

এদিন অল ইংল্যান্ড ক্লাবে জকোভিচ ইতালির মাত্তেয়ো বেরেত্তিনিকে ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে নতুন ইতিহাস লিখলেন। এর সঙ্গেই জকোভিচ গোল্ডেন স্লামের দিকেও এগিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত বিশ্বের কোনও টেনিস প্লেয়ার এক বছরে চারটি স্লাম ও অলিম্পিক সোনা জেতেননি। করতে পারলে জকোভিচই সেই কৃতিত্ব করে দেখাতে পারবেন বলে মনে করছে টেনিস বিশ্ব। জকোভিচ ২০১১ সালে প্রথম উইম্বলডন জেতেন, এরপর ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ এর পর ২০২১ সালে টেনিসের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট জিতলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.