ব্রাজিলের ত্রিফলায় সূর্যোদয়ের দেশে সূর্যাস্ত
আশঙ্কা একটা ছিলই। ব্রাজিল নাকি আর ব্রাজিলে নেই। তা ফিফা র্যাঙ্কিংয়ে সর্বকালীন পতনই হোক বা পরপর জয় হাতছাড়া করার রেকর্ড সবকিছুই চলছিল। সেই ব্রাজিল আবার ফিরল ব্রাজিলে। জয় দিয়েই কনফেডারেশন কাপে নিজেদের অভিযান শুরু করল ব্রাজিল। জাপানকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা।
ব্রাজিল (৩) জাপান (০)
(নেইমার, পাউলিনহো, জো)
আশঙ্কা একটা ছিলই। ব্রাজিল নাকি আর ব্রাজিলে নেই। তা ফিফা র্যাঙ্কিংয়ে সর্বকালীন পতনই হোক বা পরপর জয় হাতছাড়া করার রেকর্ড সবকিছুই চলছিল। সেই ব্রাজিল আবার ফিরল ব্রাজিলে। জয় দিয়েই কনফেডারেশন কাপে নিজেদের অভিযান শুরু করল ব্রাজিল। জাপানকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজটা ভালোই শুরু করল ব্রাজিল। কনফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে জাপানের বিরুদ্ধে বড় জয় পেল তারা।
এক নজরে দেখে নেব ম্যাচের তিনটি গোল
গোল ১
ম্যাচের তিন মিনিটেই দুরন্ত ভলিতে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। সদ্য বার্সিলোনায় সই করা এই তারকা স্ট্রাইকার দশ ম্যাচ পর এ দিন গোলের মুখ দেখলেন।
গোল ২
বিরতির পর খেলা শুরু হওয়ার একটু পরেই ম্যাচের ৪৮ মিনিটে পাউলিনহোর গোলে ২-০ এগিয়ে যায় ব্রাজিল।
গোল ৩
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে। ফের জাপানের জালে বল জড়িয়ে দেন জো।
ফের ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর স্কোলারির সামনে এখন পর পর তিনবার ব্রাজিলকে কনফেডারেশন কাপে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার মেক্সিকোর বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলেই সেমিফাইনাল উঠে যাবেন নেইমাররা৷ পরপর তিনবার কনফেড কাপ জয়ের গন্ধ কিন্তু এখন থেকেই পাচ্ছেন ব্রাজিলীয়রা৷