কনফেডারেশন কাপ কুইজ জোন

ফুটবল বিশ্বকাপ ২০১৪-র আয়োজক দেশ ব্রাজিল। ব্রাজিল নাম শুনলেই কোমড় কাঁধ কেমন যেন নেচে ওঠে। সাম্বার নৃত্যে বিশ্ববাসী নাচবে। এই দেশেই তারই মহড়া হতে চলেছে কনফেডারেশন কাপ দিয়ে। পনেরো জুন থেকে ৩০জুন পর্যন্ত এই খেলা চলবে। এই টুর্নামেন্ট চলাকালীন আপনাদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখা হবে। উত্তর জানা থাকলে চটজলদি পোস্ট করে দিন আমাদের ওয়েবসাইটে।

Updated By: Jun 15, 2013, 06:32 PM IST

ফুটবল বিশ্বকাপ ২০১৪-র আয়োজক দেশ ব্রাজিল। ব্রাজিল নাম শুনলেই কোমড় কাঁধ কেমন যেন নেচে ওঠে। সাম্বার নৃত্যে বিশ্ববাসী নাচবে। এই দেশেই তারই মহড়া হতে চলেছে কনফেডারেশন কাপ দিয়ে। পনেরো জুন থেকে ৩০জুন পর্যন্ত এই খেলা চলবে। এই টুর্নামেন্ট চলাকালীন আপনাদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখা হবে। উত্তর জানা থাকলে চটজলদি পোস্ট করে দিন আমাদের ওয়েবসাইটে।
১৫জুন, পর্ব-১ (উত্তর জানা যাবে পরের দিন)

প্রশ্ন-১: ফিফা কনফেডারেশনের ছয়টি সংগঠনের নাম কি?
প্রশ্ন-২: প্রথম কোথায় কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়?
প্রশ্ন-৩: কনফেডারেশন কাপের প্রথম নাম কি ছিল?
প্রশ্ন-৪: প্রথম কনফেডারেশন কাপের বিজেতা কোন দেশ ছিল?
প্রশ্ন-৫: ব্রাজিল ক`বার কনফেডারেশন কাপ জেতে?

.