ক্যারিবিয়ান সফরে আজ শুরু একদিনের সিরিজ, জয়ের লক্ষ্যে কোহলিরা

বিশ্বকাপ পরবর্তী সময়ে ভারতীয় ব্যাটিংয়ে আলোচনার কেন্দ্রে সেই চার নম্বর জায়গা।

Updated By: Aug 8, 2019, 07:07 AM IST
ক্যারিবিয়ান সফরে আজ শুরু একদিনের সিরিজ, জয়ের লক্ষ্যে কোহলিরা

নিজস্ব প্রতিবেদন : টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার শুরু একদিনের সিরিজ-গায়ানায় প্রথম একদিনের ম্যাচে জয়ের লক্ষ্যে দুই শিবিরই। তবে টি-টোয়েন্টি সিরিজের মতোই একদিনের সিরিজেও হোয়াইটওয়াশের টার্গেট কোহলিদের।

 

একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরছেন ক্রিস গেইল, সাই হোপ, অধিনায়ক জেসন হোল্ডার, কেমার রোচের মতো তারকারা। একদিনের সিরিজে ভারতীয় দলে ফিরছেন মহম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল। তবে টি-টোয়েন্টি সিরিজ সহজে জিতলেও একদিনের সিরিজে কিন্তু কাজটা মোটেই সহজ হবে টিম ইন্ডিয়ার কাছে। তাই মাঠে নামার আগে সতর্ক রোহিত-কোহলিরা। বিশ্বকাপ পরবর্তী সময়ে ভারতীয় ব্যাটিংয়ে আলোচনার কেন্দ্রে সেই চার নম্বর জায়গা। আজ কে নামবেন চার নম্বরে? লোকেশ রাহুল না ঋষভ পন্থ। নাকি বিশ্বকাপের পর এই চার নম্বর জায়গা নিয়ে নতুন করে পরীক্ষা নীরিক্ষা চালাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে একদিনের দলে থাকা মনীশ পাণ্ডে কিংবা শ্রেয়স আইয়ারকে দেখে নিতে পারে ভারতীয় শিবির। বিশ্বকাপের পর আবার নতুন করে শুরু করতে চাইছে টিম ইন্ডিয়া।

গায়ানায় সকালের দিকে এক-দু পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুরুতে বোলিং করলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। সেই সঙ্গে রান তাড়া করার সময় পিচ স্লো হয়ে যেতে পারে। সেটাও মাথায় রাখতে হবে। বেশ কয়েকটি ফ্যাক্টর ঘোরাফেরা করছে গায়ানায় প্রথম একদিনের ম্যাচে আগে।

# ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচ কবে, কোথায়?
৮ অগাস্ট, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচ হবে গায়ানায়।
# কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় সন্ধে ৭:০০ টায় শুরু হবে ম্যাচ।
# কোথায় দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম একদিনের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কে।

 

আরও পড়ুন - বিদেশি কোচে সায় নেই উপদেষ্টা কমিটির! কোহলিদের কোচ থাকছেন শাস্ত্রীই?

.