রাস্তায় দাঁড়িয়ে চিনাবাদাম বেচতেন, এখন লাখপতি ক্রিকেটার

চেন্নাইতে 'লুঙ্গি ডান্স' দেখার জন্য উদগ্রীব ছিল ফ্যানরাও। তবে সেটা এখনই হচ্ছে না। হঠাত্ বাবার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন এনগিড়ি।   

Updated By: Apr 19, 2018, 04:32 PM IST
রাস্তায় দাঁড়িয়ে চিনাবাদাম বেচতেন, এখন লাখপতি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন: সুতার থেকে লাখপতি ক্রিকেটার! আইপিলের সৌজন্যে শিরোনামে এসেছিলেন কাশ্মীরের মঞ্জুর দার। এবার সেই তালিকায় যোগ হল আরও এক নাম। চিনাবাদাম বিক্রেতা থেকে আইপিএল-এর লাখপতি ক্রিকেটারদের ক্লাবে ঢুকে পড়লেন লুঙ্গি এনগিড়ি। ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে সামিল করেছে চেন্নাই। 

আরও পড়ুন- 'বড় ছয়'-এ ৮ রান! ধোনির প্রস্তাবের পাল্টা দিলেল মিচেল ম্যাকক্লেনাঘান

এখন লাখপতি হলেও শৈশব মোটেও স্বচ্ছলতায় কাটেনি এনগিড়ির। সেকথাই টুইটে জানালেন ম্যান্ডেলার দেশের তরুণ ক্রিকেটার।  

দক্ষিণ আফ্রিকার এই স্পিডস্টারের আগুন গতিতে শিহরিত গোটা ক্রিকেট বিশ্ব। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। তবে নজরে এসেছেন এবছরই। ডেল স্টেইনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা পেয়ে ভারতের বিরুদ্ধে যে পারফরম্যান্স তিনি দেখিয়েছেন তাতে বিস্মিত ক্রিকেটকুল। 'লুঙ্গি ডান্স'-এ কার্যত নাকানিচুবানিই খেয়েছিল বিরাটের দল। এবার সেই আফ্রিকান পেসারকে নিজের দলে সামিল করলেন মহেন্দ্র সিং ধোনি। 

আরও পড়ুন- ৫০০০ রান করে আইপিএলে সর্বকালের রেকর্ড গড়লেন বিরাট

চেন্নাইতে 'লুঙ্গি ডান্স' দেখার জন্য উদগ্রীব ছিল ফ্যানরাও। তবে সেটা এখনই হচ্ছে না। হঠাত্ বাবার মৃত্যুতে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন এনগিড়ি।   

.