আজ আইপিএলের মেগা ফাইনালে শাহরুখের প্রীতি দ্বৈরথ, ব্যাটিংয়ে এগিয়ে বীরুরা, বোলিংয়ে নারিনরা
প্রায় দেড় মাসের লড়াইয়ের পর অবশেষে খেতাবি ফয়সালা হতে চলেছে সপ্তম আইপিএলের। হাজারো বাউরো, শত শত ওভার বাউন্ডারি, উইকেট, আজবগজব শটের ফুলঝুড়ির পর আজ সেই মেগাফাইনাল। ফাইনালে এমন দুটি দল মুখোমুখি যেখানে ক্রিকেট ছাপিয়ে হাজির বলিউড। খেতাবি লড়াইয়ে গম্ভীর-সেওয়াগ নন, লড়াইটা বীর-জারার।
প্রায় দেড় মাসের লড়াইয়ের পর অবশেষে খেতাবি ফয়সালা হতে চলেছে সপ্তম আইপিএলের। হাজারো বাউরো, শত শত ওভার বাউন্ডারি, উইকেট, আজবগজব শটের ফুলঝুড়ির পর আজ সেই মেগাফাইনাল। ফাইনালে এমন দুটি দল মুখোমুখি যেখানে ক্রিকেট ছাপিয়ে হাজির বলিউড। খেতাবি লড়াইয়ে গম্ভীর-সেওয়াগ নন, লড়াইটা বীর-জারার।
এই প্রথমবার আইপিএল ফাইনালে খেলবে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে, ২০১২ আইপিএল বাজিমাত করা শাহরুখের দলের এটা দ্বিতীয় ফাইনাল। ফাইনালে খেলার অভিজ্ঞতার সেই হিসাবে এগিয়ে কেকেআর। তবে টি২০তে অভিজ্ঞতা নয় লাগে ম্যাচ উইনার। ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ উইনারের সংখ্যা অনেক। বীরেন্দ্র সেওয়াগ, গ্লেন ম্যাক্সওয়েল তো আছেনই সঙ্গে রয়েছেন ডেভিড মিলার, জর্জ বেইলি।
সেখানে কেকেআর-এর ম্যাচ উইনার বলতে রবীন উথাপ্পা, ইউসুফ পাঠান। তবে বোলিংয়ের বিচারে কেকেআর বেশ কিছুটা এগিয়ে। সৌজন্যে সুনীল নারিন আর দলের স্পিনাররা। সব মিবলিয়ে ৫০-৫০ অবস্থায় দাড়িয়ে এবারের ফাইনাল। রবিবারের রাত জমে যাওয়ার সব উপকরণ তৈরি।