Ind vs Eng: অশ্বিন, অক্ষরের দাপাদাপিতে ধরাশায়ী ইংরেজরা, দুদিনেই Test শেষ!

দুদিনে শেষ হওয়া ম্যাচ কি টেস্ট ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন হতে পারে!

Updated By: Feb 25, 2021, 07:53 PM IST
Ind vs Eng: অশ্বিন, অক্ষরের দাপাদাপিতে ধরাশায়ী ইংরেজরা, দুদিনেই Test শেষ!

নিজস্ব প্রতিবেদন-  অশ্বিনময় আহমেদাবাদ। ভাবছেন হয়তো, অক্ষর প্যাটেলকে (Axar Patel) কেন তাঁর প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হচ্ছে! অক্ষর আর অশ্বিন, দুজনের দাপাদাপি নিয়েই সরগরম ক্রিকেটবিশ্ব। তবে অশ্বিনকে নিয়ে একটু বেশিই আলোচনা হবে হয়তো। কারণ, মোতেরায় তিনি রেকর্ড গড়েছেন। Test ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে ৪০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। ৭৬ ম্যাচে ৩৯৪ উইকেট পকেটে নিয়ে মোতেরায় নেমেছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। তার পর England-এর বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে মোট সাতটি উইকেট নিলেন। ৭৭ টেস্টে ৪০১ উইকেটের মালিক তিনি।

Narendra Modi Stadium-এ অনুষ্ঠিত এই টেস্ট স্মরণীয় হয়ে থাকবে। প্রথম দিনের শেষেই ঝাড়ু নিয়ে পিচের ধূলো সাফ করতে নেমে পড়েছিলেন মাঠকর্মীরা। প্রথম দিনের শেষেই উইকেটের খোলস উঠে কঙ্কালসার চেহারা বেরিয়ে আসে। তার পর যেমন আশঙ্কা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা, ঠিক তেমনই হল। মিনিটের ব্যবধানে উইকেট পড়তে শুরু করল। মোতেরার গর্তে পড়ে আটকাল দুই দলের রানের চাকা। খেলা শেষ হল দুদিনে। ICC টেস্ট ক্রিকেট বাঁচানোর জন্য চেষ্টা করছে। বিশ্ব ক্রিকেটের তারকারা সাধারণ সমর্থকদের কাছে টেস্ট ক্রিকেট দেখতে আসার আবেদন জানাচ্ছেন। সেই টেস্ট ক্রিকেটের সমাপ্ত যদি এমন আনরোমান্টিক হয়, তা হলে কী সমর্থকরা টেস্টের রূপ, রস, গন্ধ উপভোগ করতে পারবেন! দুদিনে শেষ হওয়া ম্যাচ কি টেস্ট ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন হতে পারে!

আরও পড়ুন-  Virat Kohli-র হলটা কী? টানা ১৫ মাস ধরে চলছে দুর্দশা

যে কোনও দেশ ঘরের মাঠে অ্যাডভান্টেজ নেবে। এমন যুক্তি দেবেন ভারতীয় দলের সমর্থকরা। তাঁদের যুক্তি গ্রাহ্য হবে অবশ্যই। কিন্তু সেই অ্যাডভান্টেজ কতটা হবে, তা নির্ধারণ করবে কে! এর আগে সৌরাষ্ট্রের উইকেট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সমালোচনা হয়েছিল। এবার আহমেদাবাদ। উইকেট যেন বারবার ইস্যু তৈরি করে দিয়ে যাচ্ছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ১১২ রানে শেষ। দ্বিতীয় ইনিংসে ৮১। ভারতের বিরুদ্ধে যা তাদের টেস্টে সর্বকালের সর্বনিম্ন স্কোর। একই ঘূর্ণির ফাঁদে পড়ে হাঁসফাস করলেন বিরাট কোহলি, চেতেশ্বর পুজারারাও। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৪৫ রানে। তবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় ৪৯ রান তুলতে অবশ্য ভারত আর কোনও উইকেট খোয়াল না। জয় ঘরে তুলল Team India. জয়ের আবহে অনেক প্রশ্ন ধামাচাপা পড়ে যায়। আশা করা যায়, উইকেট নিয়ে সমস্ত প্রশ্ন আপাতত ভারতীয় দলের প্রশংসা, উচ্ছ্বাসে ঢাকা পড়ে যাবে। 

.