আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সাতে নেমে গেল ভারত
বিদেশের মাটিতে ক্রমাগত খারাপ ফলের জেরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তলিয়ে গেল ভারত। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত নেমে গেল সাত নম্বরে। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের পিছনে শুধু ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবোয়ে। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দুই, তিন, চারে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান। ভারতের আগে আছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা।
ওয়েব ডেস্ক: বিদেশের মাটিতে ক্রমাগত খারাপ ফলের জেরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তলিয়ে গেল ভারত। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত নেমে গেল সাত নম্বরে। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের পিছনে শুধু ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবোয়ে। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দুই, তিন, চারে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান। ভারতের আগে আছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা। সদ্য সামপ্ত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুটো ম্যাচ ড্র করলেও র্যাঙ্কিংয়ে অবনমন বজায় থাকল টেস্ট জয়ের অভাবে।
তবে টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বিরাট কোহলি থাকলেন ১২ নম্বরে। মহম্মদ সামি বোলারদের তালিকায় ৩১ নম্বরে।
এদিকে, ভারতীয় বোলিং বিভাগের খোলনোলচে বদলে ফেলার পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ব্যর্থ হয়েছে ইশান্ত শর্মা, মহম্মদ সামি সমৃদ্ধ ভারতের বোলিং বিভাগ। কোনও ম্যাচেই অস্ট্রেলিয়ার ২০টি উইকেট নিতে সফল হননি ভারতের বোলাররা। তাই সানির মতে এবার নতুন বোলারদের সুযোগ দেওয়ার সময় এসেছে। সিডনি টেস্টের পর বিরাট কোহলিও বোলিং বিভাগে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।