খেলা চলাকালীন নিজের দলের ফুটবলারের শটে আহত হয়ে মাটিতে পড়ে গেলেন কোচ
শটে জোর থাকলে সেই ফুটবলারকে একটু আলাদা গুরুত্ব ইন্টার মিলানের কোচ রবার্তো মানচিনি। সেই মানচিনিই এক শটে ঘায়েল হয়ে গেলেন। ইতালির ঘরোয়া ফুটবল সিরিয়া এ-এর ম্যাচ চলাকালীন অভ্যাস মত সাইড লাইনের একেবারে ধারে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন কোচ মানচিনি।
ওয়েব ডেস্ক: শটে জোর থাকলে সেই ফুটবলারকে একটু আলাদা গুরুত্ব ইন্টার মিলানের কোচ রবার্তো মানচিনি। সেই মানচিনিই এক শটে ঘায়েল হয়ে গেলেন। ইতালির ঘরোয়া ফুটবল সিরিয়া এ-এর ম্যাচ চলাকালীন অভ্যাস মত সাইড লাইনের একেবারে ধারে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন কোচ মানচিনি।
সেই সময় হঠাত্ই তাঁর দলের ফুটবলার বল ক্লিয়ার করতে গিয়ে সজোরে শট মারলেন। সেই বল এসে লাগবি তো লাগ, লাগল একেবারে কোচ মানচিনির মুখে। শটের আঘাতে মাঠেই পড়ে যান মানচিনি। সবাই এসে তাঁকে তোলেন। ম্যাচে মানচিনির দল গেনোয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জেতে, তবে তিনি এই ম্যাচ মনে রাখবেন একেবারে অন্য কারণে।
ঘটনা নিয়ে মজা করে মানচিনি বলেন, ''এটাই প্রমাণ হল দলের ফুটবলাররা আমায় কতটা অপছন্দ করে।''