IND vs WI 2nd ODI Playing 11 Prediction: সম্ভাব্য একাদশে থাকতে পারেন যাঁরা

দ্বিতীয় একদিনের ম্যাচ জিতলেই সিরিজ চলে আসবে ভারতের পকেটে।

Updated By: Feb 9, 2022, 11:14 AM IST
IND vs WI 2nd ODI Playing 11 Prediction: সম্ভাব্য একাদশে থাকতে পারেন যাঁরা

নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পরেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচ (India vs West Indies, 2nd ODI) প্রথম ওয়ানডে ম্যাচে কায়রন পোলার্ডদের (Kieron Pollard) বিরুদ্ধে হেসে খেলে ম্যাচ বার করে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। টিম ইন্ডিয়া ৬ উইকেটে ম্যাচ জিতেছিল। বুধবার রোহিত বাহিনী জিতলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ এগিয়ে যাবে ও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরবে। দেখে নেওয়া যাক দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে কারা থাকতে পারেন।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
রোহিত শর্মা (Rohit Sharma), কেএল রাহুল (Lokesh Rahul), বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant) সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), দীপক হুডা (Deepak Hooda), শার্দূল ঠাকুর (Shardul Thakur) / দীপক চাহার (Deepak Chahar), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), যুজবেনদ্র চাহাল (Yuzvendra Chahal), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) ও মহম্মদ সিরাজ (Mohammad Siraj)

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য় প্রথম একাদশ
শে হোপ (Shai Hope), ব্রেন্ডন কিং (Brandon King), ড্যারেন ব্র্যাভো (Darren Bravo), শামারা ব্রুকস (Shamarh Brooks), নিকোলাস পুরান (Nicholas Pooran), কায়রন পোলার্ড (Kieron Pollard), জেসন হোল্ডার (Jason Holder), আকিল হোসেন (Akeal Hosein), ফাবিয়ান অ্যালেন (Fabian Allen) / হেডেন ওয়ালশ জুনিয়র (Hayden Walsh Jr), আলজারি জোসেফ (Alzarri Joseph) ও কেমার রোচ (Kemar Roach) / রোমারিও শেফার্ড (Romario Shepherd)।

আরও পড়ুন: Dhoni-র বিরাট ওয়ানডে রেকর্ড ভাঙতে শুধু এই কাজ করতে হবে Rohit-কে

দ্বিতীয় একদিনের ম্যাচের আগেই অনুশীলনে যোগ দিয়েছেন কেএল রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল। এমনকী কোভিড যুদ্ধ জিতে মাঠে ফিরে এসেছেন নভদীপ সাইনি। হেড কোচ রাহুল দ্রাবিড়ের তত্বাবধানে অনুশীলন করেছেন এই তিন ক্রিকেটার। ফলে দ্বিতীয় একদিনের ম্যাচের দলে এই তিন ক্রিকেটারকে রাখতে কোনও সমস্যা নেই। ব্যক্তিগত কারণে প্রথম একদিনের ম্যাচ খেলেননি দলের সহ-অধিনায়ক রাহুল। শিখর ধাওয়ান-সহ চার ক্রিকেটার কোভিডে আক্রান্ত হওয়ার পর দলে ডাক পেয়েছিলেন ময়ঙ্ক। তিনিও তিনদিনের নিভৃতবাস কাটিয়ে নেটে ব্যাট করেছেন। রাহুল এদিন খেলবেন একথা ধরে নেওয়াই যায়। রাহুল-ময়াঙ্ক ফেরায় এখন অনেক  চাপমুক্ত অধিনায়ক রোহিত। কারণ তাঁর কাছে ওপেনিং স্লটের বিকল্প বেড়ে গেল। প্রথম একদিনের ম্যাচে তরুণ ইশান কিষানকে নিয়ে ওপেন করেছিলেন 'হিটম্যান'।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.