Dhoni-র বিরাট ওয়ানডে রেকর্ড ভাঙতে শুধু এই কাজ করতে হবে Rohit-কে

আর একটি ছয় প্রয়োজন রোহিত শর্মার।

Updated By: Feb 9, 2022, 10:23 AM IST
Dhoni-র বিরাট ওয়ানডে রেকর্ড ভাঙতে শুধু এই কাজ করতে হবে Rohit-কে
অনন্য মাইলস্টোনের সামনে রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন: ভারতের নয়া ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) এক অনন্য মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। বিশ্ববন্দিত ওপেনার ঘরের মাঠে ইন্ডিয়ার হয়ে ৫০ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড করতে পারেন বুধবার অর্থাৎ আজ। এদিন আহেমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে (India vs West Indies, 2nd ODI) মুখোমুখি হচ্ছে। আর এই ম্যাচে এক ছক্কাতেই রোহিত টপকে যাবেন কিংবদন্তি এমএস ধোনিকে (MS Dhoni)।

ঘরের মাঠে ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে ধোনি এবং রোহিত যুগ্মভাবে ১১৬টি ছয়ের মালিক। যেখানে প্রাক্তন ক্যাপ্টেনের ১১৩ ইনিংস লেগেছিল ১১৬টি ছয় মারতে, সেখানে 'হিটম্যান' নিয়েছেন ৬৮ ইনিংস। কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটারকে ছয়ের লড়াইয়ে হারানো রোহিতের কাছে শুধু সময়ের অপেক্ষা। ঘরের মাঠে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত আছেন এখন পাঁচে। একে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১৪৭), দুয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১৩০), তিনে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (১২৬), চারে অইন মর্গ্যান (১১৯)। ঘটনা চক্রে দেশের মাঠে ধোনি ১২৩টি ছয় মেরেছেন। কিন্তু সাত নম্বর জার্সিধারীর বাকি ৭টি ছয় এসেছে এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে দুই ম্যাচ খেলে। ভারত এদিন উইন্ডিজকে হারাতে পারলেই রোহিত পূর্ণদায়িত্ব প্রাপ্ত অধিনায়ক হিসাবে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবেন। ভারত এক ম্যাচ হাতে রেখেই সিরিজে ২-০ এগিয়ে যাবে।

আরও পড়ুন: IPL Auction, IPL 2022: মেগা নিলামের আগে কোন দলের হাতে কত টাকা? ছবিতে জেনে নিন

গত রবিবার প্রথম ওয়ানডে ম্যাচে ভারত ৬ উইকেটে উইন্ডিজকে হারিয়েছিল। রোহিত ওপেন করতে নেমে ৫১ বলে ঝকঝকে ৬০ রানের ইনিংস খেলেছিলেন। ওপেনার ঈশান কিশানের সঙ্গে ওপেনিং জুটিতে ৮৪ রানের পার্টনারশিপও গড়েন। রোহিতের ব্যাটের দিকে চোখ থাকবে এদিনও। গত ম্যাচে রোহিত ১০টি চার মেরেছিলেন, ছয় হাঁকান একটি। ওদিন আরও একটি ছয় মারতে পারলেই ধোনিকে টপকে যেতেন তিনি।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.