বড় ম্যাচে বড় উদ্যোগ বাগানের: একশো অনাথ রবিবার ডার্বি দেখবে যুবভারতীতে

ডার্বিতে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রিত কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ব্রুস বাকনেল।

Updated By: Jan 25, 2019, 04:40 PM IST
বড় ম্যাচে বড় উদ্যোগ বাগানের: একশো অনাথ রবিবার ডার্বি দেখবে যুবভারতীতে

সুখেন্দু সরকার

বড় ম্যাচে বড় উদ্যোগ বাগানের। ২৭ জানুয়ারি ডার্বির আয়োজক মোহনবাগান এক অভিনব উদ্যোগ নিয়েছে। দক্ষিণ কলিকাতা সেবাশ্রম, ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্ট ও জাঙ্গেল ক্রোজ - এই তিনটি সংস্থার একশো অনাথ শিশু-কিশোর যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি বক্সে বসে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ দেখবে। রবিবার শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে তাদের নিয়ে আসা হবে স্টেডিয়ামে। বিনামূল্যে ম্যাচের টিকিট থাকছে তাদের জন্য। থাকছে প্রত্যেকের জন্য ফুড প্যাকেটও। ভিআইপি বক্সে তাদের বসার জন্য থাকছে সংরক্ষিত জায়গা। শুক্রবার একথা জানালেন মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত। এই অনাথ শিশু-কিশোরদের মধ্যেই কেউ কেউ বিশেষভাবে সক্ষম কিংবা দৃষ্টিহীনও কেউ থাকতে পারে।  সেক্ষেত্রে যারা চোখে দেওয়া পায় না তারা মাঠে বসেই উপভোগ করবে দেড়শ বছরের পুরোনো বাঙালির ঐতিহ্যের কলকাতা ডার্বির রোমাঞ্চ। নিজেদের চোখ দিয়ে না দেখে হয়তো অন্যের চোখেই তারা অনুভব করবে বড় ম্যাচের আবেগ। মোহনবাগান কর্তাদের এহেন অভিনব উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। ময়দানে বড় ম্যাচ আয়োজনে আবারও দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে মোহনবাগান।

আরও পড়ুন - ডার্বি প্রস্তুতি, ‘লুকিয়ে’ অনুশীলনে ইস্টবেঙ্গল

# রবিবারের বড় ম্যাচে বিশেষ অতিথি হিসেবে থাকছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস
# ডার্বিতে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রিত কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ব্রুস বাকনেল
# সৌজন্য বজায় রেখে ইস্টবেঙ্গল সদস্যদের ৬০০০ টিকিট বিনামূল্যে দিয়েছে বড় ম্যাচের আয়োজক মোহনবাগান।
# সেই সঙ্গে মোহনবাগান-ইস্টবেঙ্গল বড় ম্যাচে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই দলের সমর্থকদের কাছেই সম্প্রীতির বার্তা দিলেন মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত। হিংসা দূরে সরিয়ে শান্তিপূর্ণ থাকার আবেদন জানান তিনি।

.