২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপকে ছাপিয়ে গিয়েছে এবারের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ

Updated By: Oct 16, 2017, 04:46 PM IST
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপকে ছাপিয়ে গিয়েছে এবারের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদন : প্রি-কোয়ার্টার ফাইনাল শুরুর আগেই ভারতের মাটিতে চলা অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপকে দরাজ সার্টিফিকেট দিলেন টুর্নামেন্ট ডিরেক্টার হাভিয়ার সেপ্পি। দর্শক সংখ্যার বিচারে যুব বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়া ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপকে ছাপিয়ে গিয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। চিলিতে হওয়া গতবারের যুব বিশ্বকাপের থেকে ভারতে ইতিমধ্যেই দ্বিগুন লোক খেলা দেখেছে বলে রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান সেপ্পি।

আরও পড়ুন হেলিকপ্টার শট ছেড়ে বেন্ড ইট লাইক বেকহ্যাম কায়দায় গোল ধোনির, দেখুন ভিডিও

বিশ্বকাপে অবশ্য বেশ কয়েকটা স্টেডিয়ামে দেখা গিয়েছে টিকিট শেষ হয়ে গেলেও মাঠ পুরো ভরেনি। এই বিষয়ে সেপ্পি জানান ইতিমধ্যে তারা চিহ্নিত করেছেন কারা টিকিট কেটেও মাঠে আসেনি।

আরও পড়ুন  আজ বিশ্বকাপের নক আউট পর্বে নামছে ফুটবলের ৪ 'শক্তিশালী' দেশ

 

.