স্টোকসের ঘটনায় প্রথমবার মুখ খুলে স্মিথ কী বললেন জানেন?

Updated By: Oct 16, 2017, 02:43 PM IST
স্টোকসের ঘটনায় প্রথমবার মুখ খুলে স্মিথ কী বললেন জানেন?

নিজস্ব প্রতিবেদন : নভেম্বরের ২৩ তারিখ থেকে ব্রিসবেন টেস্ট দিয়ে এবারের অ্যাসেজ সিরিজ শুরু হচ্ছে। তার আগে ইংল্যান্ড শিবির তো বটেই, প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও জানে না যে, শেষ পর্যন্ত বেন স্টোকস এবারের অ্যাসেজে খেলবেন কিনা। কারণ, ব্রিস্টলে এক নাইট ক্লাবের বাইরে এক যুবকের সঙ্গে মারামারি করে বেশ বিপদে স্টোকস। ইংরেজ সহঅধিনায়ক স্টোকসের এই বিষয় নিয়ে রীতিমতো তদন্তও শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে বেন স্টোকসের বিষয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

আরও পড়ুন হেলিকপ্টার শট ছেড়ে বেন্ড ইট লাইক বেকহ্যাম কায়দায় গোল ধোনির, দেখুন ভিডিও

তিনি একটি সাক্ষাতকারে বলেছেন, 'স্টোকস শেষ পর্যন্ত অ্যাসেজে খেলবে কিনা, জানা নেই। শুধু তাই নয়। এই বিষয়ে আমাদের কোনও নিয়ন্ত্রণও নেই। তবে, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তার জন্য, সবসময় সেরা ক্রিকেটারদের খেলা উচিত। সেরা ক্রিকেটাররা খেললেই না, টেস্ট ক্রিকেটের মান বাড়বে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, স্টোকস এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কিন্তু, স্টোকস মাঠের বাইরে যে আচরণ করেছে, সেটা নিশ্চয়ই মেনে নেওয়া যায় না। এটুকু বলতে পারি, আমাদের এই অস্ট্রেলিয়া দলের কোনও ক্রিকেটার, স্টোকসের মতো মাঠের বাইরে অভব্য আচরণ করবে না।'

আরও পড়ুন  আজ বিশ্বকাপের নক আউট পর্বে নামছে ফুটবলের ৪ 'শক্তিশালী' দেশ

.