ইডেনে ভারত-পাক ম্যাচের অতিথি প্রণব- জারদারি!

ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে উপস্থিত থাকতে পারেন পাক রাষ্ট্রপ্রধান আসিফ আলি জারদারি। চেন্নাইয়ে ভারত-পাক প্রথম একদিনের ম্যাচে পাক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে জানিয়েছেন, জারদারি যদি ৬ জানুয়ারি পর্যন্ত ভারতে থাকেন তাহলে তিনি ইডেনে খেলা দেখতে আসবেন।

Updated By: Nov 2, 2012, 07:44 PM IST

ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে উপস্থিত থাকতে পারেন পাক রাষ্ট্রপ্রধান আসিফ আলি জারদারি। চেন্নাইয়ে ভারত-পাক প্রথম একদিনের ম্যাচে পাক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে জানিয়েছেন জারদারি যদি ৬ জানুয়ারি পর্যন্ত ভারতে থাকেন তাহলে তিনি ইডেনে খেলা দেখতে আসবেন।
ইডেনে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে আসার জন্য সিএবি আমন্ত্রণ জানাল ভারতের প্রাক্তন অধিনায়ক নরি কন্ট্রাকটর ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেকস্টারকে। এদিকে ভারত-ইংল্যান্ড টেস্টের টিকিটের চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে তা বাইরের কাউন্টার থেকে টিকিট বিক্রি নাও হতে পারে।  

.