শুভময়ের লড়াইকে কাজে লাগাতে পারলেন না মনোজরা

ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম দিনের শেষে চার উইকেটে ১৮৭ রান তুলেছে বাংলা।  রাজস্থানের বিরুদ্ধে সুযোগ পেয়েও প্রথম দিনের শেষে ম্যাচের রাশ হাতে নিতে পারল না বাংলা৷ শুভময় দাসের অনবদ্য ব্যাটিং একসময় বাংলাকে ভাল জায়গায় পৌঁছে দেয়। কিন্তু মনোজ তেওয়ারি ও শুভময় পরপর আউট হতেই চাপে পড়ে যায় বাংলা। যদিও শুভময়ের এলবিডব্লুর সিদ্ধান্তে অখুশি বাংলা দল। দীর্ঘদিন বাদে নিজের পছন্দের ওপেনিং পজিশনে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন শুভময়। পাঁচ রানের জন্য শতরান হাতছাড়া করলেও নিজের পারফরম্যান্সে খুশি বাংলার এই ক্রিকেটার।

Updated By: Nov 2, 2012, 07:19 PM IST

বাংলা: ১৮৭/৪
ইডেনে রঞ্জি ট্রফির ম্যাচে প্রথম দিনের শেষে চার উইকেটে ১৮৭ রান তুলেছে বাংলা। গত দুবারের চ্যাম্পিয়ন রাজস্থানের বিরুদ্ধে সুযোগ পেয়েও প্রথম দিনের শেষে ম্যাচের রাশ হাতে নিতে পারল না বাংলা৷ শুভময় দাসের অনবদ্য ব্যাটিং একসময় বাংলাকে ভাল জায়গায় পৌঁছে দেয়। কিন্তু মনোজ তেওয়ারি ও শুভময় পরপর আউট হতেই চাপে পড়ে যায় বাংলা। যদিও শুভময়ের এলবিডব্লুর সিদ্ধান্তে অখুশি বাংলা দল। দীর্ঘদিন বাদে নিজের পছন্দের ওপেনিং পজিশনে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন শুভময়। পাঁচ রানের জন্য শতরান হাতছাড়া করলেও নিজের পারফরম্যান্সে খুশি বাংলার এই ক্রিকেটার। প্রথম দিন আলোর অভাবের জন্য ৩১ ওভার বাকি থাকতেই খেলা শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। বাংলা শিবিরের আশা ঋদ্ধিমান সাহা ও অনুস্টুপ মজুমদাররা দলকে ৪০০ রানের গণ্ডি টপকে দেবেন।

.