বলিভিয়াকে ৫ গোল চিলির, কোয়ার্টার ফাইনালে শীর্ষ স্থানে ডার্ক হর্সরা
বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকায় নক আউটে উঠল আয়োজক দেশ চিলি।
Updated By: Jun 20, 2015, 05:34 PM IST
ওয়েব ডেস্ক: বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকায় নক আউটে উঠল আয়োজক দেশ চিলি।
গ্রুপ এতে শীর্ষ স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে নামবে টুর্নামেন্টের ডার্ক হর্সরা। অ্যারাঙ্গেসের জোড়া গোলের পাশাপাশি চিলির হয়ে গোল করেন অ্যালেক্সি স্যাঞ্চেজ ও গ্যারি মেডেল। রালদেসের আত্মঘাতী গোল চিলির বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দেয়। ম্যাচের তিন মিনিটেই গোল করে চিলিকে এগিয়ে দেন অ্যারাঙ্গেস। এরপর ম্যাচ জুড়ে শুধুই চিলির ফুটবলারদের দাপট। আর্তুরা ভিদালকে ঘিরে বিতর্ক পিছনে ফেলে মাঠে মেজাজে খেলল চিলি। শেষ আটে চিলির প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে অথবা প্যারাগুয়ে।