Copa America 2021: রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া বাদ, মেসির দেশ একাই আয়োজন করবে টুর্নামেন্ট!

কোপার ১০৫ বছরের ইতিহাসে এই প্রথমবার দুই দেশ মিলে টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল।

Updated By: May 21, 2021, 01:42 PM IST
Copa America 2021:  রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া বাদ, মেসির দেশ একাই আয়োজন করবে টুর্নামেন্ট!

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে কলম্বিয়া। এই পরিস্থিতিতে সেই দেশে লাতিন আমেরিকার শ্রেষ্ঠ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার কোনও ঝুঁকি নিল না কনমেবল (CONMEBOL)। যার ফলে কলম্বিয়াকে বাদ দিয়ে একক ভাবে কোপা আমেরিকা আয়োজন করতে চলেছে লিও মেসির দেশ আর্জেন্তিনা। দ্রুত এই বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানানো হবে বলেই মনে করা হচ্ছে।

কোপার ১০৫ বছরের ইতিহাসে এই প্রথমবার দুই দেশ মিলে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও তা আর হচ্ছে না। আগামী ১৩ জুন থেকে কোপা আমেরিকার আসর বসতে চলেছে আর্জেন্তিনায়। গতবছর করোনার কারণে কোপা আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এবার ফের বসছে কোপার আসর। কনমেবল জানিয়েছে যে, কলম্বিয়া তাদের অনুরোধ করেছিল টুর্নামেন্ট পিছিয়ে জুনের বদলে সেপ্টেম্বরে করার জন্য। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়াসূচির বর্ষপঞ্জিকা দেখেই কনমেবল তা নাকচ করে দেয়।

আরও পড়ুন: বাবার ক্লাব East Bengal, ছেলেকে সই করাল Manchester City

২০১৯ সালে শেষবার কোপা আয়োজিত হয়েছিল ব্রাজিলে। নেইমারের দেশ সর্বোচ্চ ও নবমবারের জন্য কোপা চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে পেরুকে তারা ৩-১ উড়িয়ে দিয়েছিল। তার আগে ২০১৫ ও ২০১৬ সালে পরপর দু'বার চ্যাম্পিয়ন হয় চিলি। 

 

.