বাবার ক্লাব East Bengal, ছেলেকে সই করাল Manchester City

গত মরসুমে লাল-হলুদ জার্সিতে খেলেছেন পিলকিংটন। তিনি নিজেও এত অল্প বয়সে এত বড় ক্লাবের জার্সি গায়ে চাপাতে পারেননি

Updated By: May 21, 2021, 01:49 PM IST
বাবার ক্লাব East Bengal, ছেলেকে সই করাল Manchester City

নিজস্ব প্রতিবেদন: বাবা হিসেবে গর্বে বুক ভরে যাচ্ছে অ্যান্থনি পিলকিংটনের (Anthony Pilkington)। তাঁর ছেলে লুকা পিলকিংটনকে (Luca Pilkington) মাত্র আট বছর বয়সে নিজেদের ক্লাবে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। সন্তানের কৃতিত্বে গর্বিত ইস্টবেঙ্গলের (East Bengal) আইরিশ উইঙ্গার। সিনিয়র পিলকিংটন নিজেই ইনস্টাগ্রামে খুশির খবর ভাগ করে নিয়েছেন ফ্যানেদের সঙ্গে। নিজেই সকলকে জানালেন যে, তাঁর ছেলে ইংল্যান্ডের বিশ্ববন্দিত ফুটবল ক্লাবে খেলার সুযোগ পেয়েছে। 

আরও পড়ুন: করোনা কাড়ল প্রাণ, প্রয়াত কলকাতার দুই প্রধানে খেলা রাহুল কুমার

গত মরসুমে লাল-হলুদ জার্সিতে খেলেছেন পিলকিংটন। তিনি নিজেও এত অল্প বয়সে এত বড় ক্লাবের জার্সি গায়ে চাপাতে পারেননি। ২০০৪-০৫ মরসুমে পিলকিংটন খেলেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুব দলে। সিনিয়র কেরিয়ারে তাঁর খেলা বড় ক্লাব বলতে নরউইচ সিটি ও কার্ডিফ সিটি। পিলকিংটন ইনস্টাগ্রামে লিখলেন, "লিটল ম্যান লুকা ম্যান সিটি-তে সই করায় তোমার জন্য খুব খুব গর্বিত। আমরা তোমাকে খুব ভালবাসি। এই ক্লাবে নিজের খেলা উপভোগ করো।" খুদে পিলকিংটনের সিটিতে সই করার মুহূর্তে তাঁরা পাশে বাবা-মা দু'জনেই ছিলেন।

.