ধোনিদের জয়ের উচ্ছ্বাসে মিলল লতার সুর, সচিনের আবেগ, মোদীর শুভেচ্ছায়
ফুটবল ম্যাচ হলে স্কোরবোর্ডে লেখা যেতেই পারতো ছয়-শূন্য। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা ছয়বার জিতল ভারত। পাকিস্তানের শেষ উইকেট আউট পরা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ভারতবর্ষ। কাশ্মীর থেকে কণ্যাকুমারি ,কিংবা গুজরাত থেকে অরুণাচল। কেউ আর ঘরে বসে থাকেননি। গলি থেকে রাজপথে ছিল শুধু সেলিব্রেশন। সবার একটিই কথা। এবারও বিশ্বকাপ জিতবে ভারতই।
Don't know what I did.. some fans are outside my house... Celebrating... Wish I could have joined them! pic.twitter.com/7ODoeSXVQf
— sachin tendulkar (@sachin_rt) February 15, 2015
পাক বধের পর টুইটারেরও অভিনন্দনের জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া।
Congrats Team India. Well played. We are all very proud of you.
— Narendra Modi (@narendramodi) February 15, 2015
তিনি ভারতীয় দলের জন্য গর্বিত বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্বকাপের বাকি ম্যাচ গুলির জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
ভারতীয় দলকে অনেক-অনেক শুভেচ্ছা জানিয়েছেন লতা মঙ্গেশকর।
Namaskar. Hamari Bhartiya Cricket team ko is jeet ke liye meri taraf se bohot bohot badhaai.
— Lata Mangeshkar (@mangeshkarlata) February 15, 2015
বিশ্বকাপে আরও অনেক পথ বাকি বলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন সচিন তেন্ডুলকর।
ভারতের পারফরম্যান্সে তিনি উচ্ছ্বসিত বলে টুইট করেছেন যুবরাজ সিং।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।