৯৯-এর ধাক্কা- শার্দুলের হুলে প্রথম দিনেই বাংলা কুপোকাত্‍

Updated By: Nov 29, 2016, 09:12 PM IST

বাংলা-৯৯, মুম্বই- ১৬৪/৫

ওয়েব ডেস্ক: নাগপুরে শার্দূল ঠাকুরের পেসের ধাক্কায় প্রথম দিনেই কুপোকাত বাংলার ব্যাটিং লাইন আপ। মাত্র নিরানব্বই রানে শেষ বাংলার প্রথম ইনিংস। যার মধ্যে শেষ সাত উইকেট বাংলা হারায় মাত্র নয় রানের ব্যবধানে। প্রথম দিনের শেষে মুম্বই প্রথম ইনিংসে এগিয়ে ৬৫ রানে। মঙ্গলবার টসে জিতে বাংলাকে প্রথম ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক আদিত্য তারে। ব্যাট করতে নেমে একমাত্র সুদীপ চ্যাটার্জি ছাড়া বাংলার বাকি ব্যাটসম্যানরা শার্দূল-ধবল কুলকার্নির বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই ব্যর্থ হন।

আরও পড়ুন- ভারত-পাকিস্তান মহিলা ক্রিকেট টি২০ ম্যাচে কে জিতল

সুদীপ একমাত্র ৩৫ রান করে কিছুটা লড়াই চালান। নবাগত অভিষেক রমন করেন একুশ রান। শার্দূল ছয়টি এবং কুলকার্নি তিনটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কৌস্তুভের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে শুরুট দারুন করে মুম্বই। তবে শেষ বেলায় মুকেশ কুমার ও অমিত কুইলা কিছুটা ম্যাচে ফেরায় বাংলাকে। তাদের দাপটে দিনের শেষে পাঁচ উইকেটে ১৬৪ রান তুলেছে মুম্বই। মুম্বইয়ের পক্ষে কৌস্তুভ করেন আটাত্তর রান। মুকেশ ও কুইলা দুটি করে উইকেট পেয়েছেন।

.